E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু 

২০২৪ এপ্রিল ০১ ১৮:২৮:২৭
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু 

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি নামক স্থানে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা শংকর মালো (৪০) ও তার ছেলে অন্তর মালো (১৬) নিহত হয়েছেন। নিহতদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামে।

রবিবার (৩১ মার্চ) রাত আনুমানিক ৮ টার দিকে মাঝকান্দির মাজেদা জুটমিলের সামনে মহাসড়কের দুর্ঘটনাস্থলে বাবা-ছেলেকে রাস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায়- ঘটনাস্থলেই নিহত হন বাবা শংকর মালো। ছেলে অন্তর মালোকে আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১১ টার দিকে মারা যায় অন্তর মালো।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী উত্তরাধিকার ৭১ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী আরও বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন শংকর মালো। আহত ছেলে অন্তর মালোকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।

ওসি সালাউদ্দিন আরও জানান, মোটরসাইকেল যোগে বাবা-ছেলে মধুখালীর দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে তারা সঠিক লাইনেই গাড়ি চালাচ্ছিলেন। তবে কীভাবে কীসের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে তা এখনও জানা যায়নি। ধারণা করছেন কোন গাড়ী হয়তো দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে এমনটি ঘটতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, ময়নাতদন্ত শেষে বাবা ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী।

(আরআই/এসপি/এপ্রিল ০১, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test