E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

২০২৪ এপ্রিল ১০ ১৪:৫০:৫০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভা‌গি কর‌তে নাড়ির টানে বা‌ড়ি ফিরছেন মানুষ। ঈদযাত্রায় গত ২ দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকায় কিছুটা ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা। তবে ঈদের এক‌দিন আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যানবাহনের তেমন চাপ নেই। ফ‌লে আজকে কোনো ভোগা‌ন্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষজন।

বুধবার (১০ এপ্রিল) সকা‌লে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে এমন চিত্রই দেখা‌ গে‌ছে।

প্রতিবছর এ মহাসড়কে ঈদের আগের রা‌ত পর্যন্তও ব্যাপক মানু‌ষের স্রোত থাকে। তবে এবার একটু চাপ কম দেখা গেছে। তাই শেষ দিনে যানজটে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে না।

গতকালও মঙ্গলবার সড়কে যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল যানবাহন। পরে মহাসড়কে উত্তরের গাড়ির চাপ ও যানজট কমাতে সকালে বন্ধ করা হয়েছিল বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও পশ্চিম পাড়ের টোল গ্রহণ। এতে যানজট দ্রতই কমে যায়।

এ বিষয়ে কর্তব্যরত পু‌লিশ কর্মকর্তা জানান, বুধবা‌রে ঈদ হবে ভেবে সব প্রতিষ্ঠান ছুটি দিয়ে দেয়। এতে গত ২দিন মহাসড়কে ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। বেশির ভাগ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় আজকে তেমন চাপ নেই।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের রাবনা বাইপাস, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু গোল চত্ত্বর এলাকা ঘুরে যানবাহনের কোনো চাপ দেখা যায়নি। এ ছাড়া মহাসড়‌কে তেমন কোনো যাত্রীও নেই। ত‌বে কিছু মানুষজন বাস না পে‌য়ে খোলা ট্রা‌ক বা পিকআপে যা‌চ্ছে এখনও।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলমগীর আশরাফ জানান, মহাসড়‌কে তেমন যানবাহন নেই। যানবাহন স্বাভা‌বিক গ‌তি‌তেই চলাচল কর‌ছে।

(এসএম/এসপি/এপ্রিল ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test