E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কক্সবাজারে অর্ধদিবস হরতাল চলছে

২০১৪ ডিসেম্বর ২৩ ১১:১৩:০৩
কক্সবাজারে অর্ধদিবস হরতাল চলছে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার রামু উপজেলা উপনির্বাচনে ভোট জালিয়াতির প্রতিবাদ ও পুনর্নির্বাচনের দাবিতে কক্সবাজার জেলায় অর্ধদিবস হরতাল চলছে। বিএনপি এ হরতালের ডাক দেয়। ভোর ৬টা থেকে শুরু হয়ে হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

হরতালের কারণে কক্সবাজার থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ সড়কে রিকশা, টমটম ও সিএনজি অটোরিকশা চলাচল করছে। হরতালের সমর্থনে কোথাও কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, হরতালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছেন আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। শহরের প্রতিটি মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

রামু উপজেলার উপনির্বাচনে রবিবার অনুষ্ঠিত বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন রামু উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ-উল আলম।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test