E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নানা আয়োজনে বড়দিন উদযাপন

২০১৪ ডিসেম্বর ২৫ ১৫:৪০:০৪
নানা আয়োজনে বড়দিন উদযাপন

মেহেরপুর প্রতিনিধি : খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন। নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনী মুজিবনগরে দিনটি উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন গীর্জায় চলে প্রার্থনা। গীর্জাগুলো সাজানো হয়েছে বর্নিল সাজে।

প্রার্থনা শেষে চলছে ঘরে ঘরে ঘরে উৎসব আনন্দ। পরিবার ও আন্তীয় স্বজনদের জন্য জন্য করা হয়েছে নানা ধরনের পিটা পুলি। মুজিবনগরের ভবের পাড়া, বল্লভপুর,গাংনীর চৌগাছা,নিত্যান্দনপুর, পাকুড়িয়া ও জুগিন্দা গ্রামের খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝে বইছে সাজসাজ রব। বড় দিন উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ভবেরপাড়া ও নিত্যানন্দপুর গ্রামে বসেছে মেলা। বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা মেলা প্রঙ্গনে এসে ভিড় জমাচ্ছে।


চৌগাছা চপমালা গীর্জার প্রধান অব্রাহাম জানান, ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে বড়দিন উদযাপন করা হচ্ছে। বড়দিন উপলক্ষে গীর্জ প্রাঙ্গনে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।

(ইএম/এএস/ডিসেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test