E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নন্দীগ্রামে কাশেম ইলেকট্রনিক্স গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

২০১৫ মার্চ ০৯ ১৪:১৬:২৩
নন্দীগ্রামে কাশেম ইলেকট্রনিক্স গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে কাশেম ইলেকট্রনিক্সের ফ্রিজ-টিভি-পারটেক্স-ফার্ণিচার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পৌর শহরের বগুড়া-নাটোর মহাসড়কের মহিলা ডিগ্রী কলেজ এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, ঘটনাস্থল এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এমতাবস্থায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা গোডাউনের ভিতর থেকে আগুনের ধোঁয়া দেখতে পায়। বিষয়টি স্থানীয়দের জানালে শতশত লোকজন গোডাউনের গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। মুহুর্তের মধ্যে গোডাউনের সকল ইলেকট্রনিক্স মালামাল পুড়ে ভুস্মিভূত হয়ে যায়। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কাশেম ইলেকট্রনিক্সের সত্বাধিকারি ফজলুল হক কাশেম জানান, প্রায় এক সপ্তাহ ধরে এই এলাকার বিদ্যুৎ সংযোগ নেই। কেবা কাহারা পূর্বশত্রুতার জের ধরে আমার ফ্রিজ-টিভি-পারটেক্স-ফার্ণিচার গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৪০লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি জানান।
এপ্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ(ওসি) ফয়জুর রহমান জানান, অগ্নিকান্ডের বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানোসহ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনা রহস্যজনক। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এনআই/পিবি/মার্চ ০৯,২০১৫)


পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test