E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুর পৌর ভবনে তালা ঝুলিয়ে দিলেন কাউন্সিলররা

২০১৫ মার্চ ১১ ১৭:১৮:২৮
শেরপুর পৌর ভবনে তালা ঝুলিয়ে দিলেন কাউন্সিলররা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বগুড়ার শেরপুর পৌর ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন কাউন্সিলরা। বুধবার বেলা ৪টায় শেরপুর পৌরসভার কয়েক কাউন্সিলর পৌর ভবনের মেইন গেটে তালা লাগিয়ে দেন।

জানা গেছে, বগুড়ার শেরপুর পৌরসভার হাটবাজার ইজারায় অনিয়ম, কাউন্সিলরদের সভার নোটিশ না দেয়া নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বুধবার কয়েকজন পৌর কাউন্সিলর পৌরসভা ভবনে যান। কিন্তু পৌর সভায় উপস্থিত পৌরসচিব দিলীপ মোহন্ত রাখীর কাছে কোন সদুত্তর না পেয়ে কাউন্সিলরবৃন্দ পৌরভবনের মেইন গেটে তালা ঝুলিয়ে দেন। এসময় পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, চন্দন কুমার দাস রিংকু, তাপস কুমার মালাকার, গোবিন্দ কুমার বাগচী প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌরসভার কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি জানান, পৌরসভায় প্রধান রাজস্ব আদায়ের খাত শেরপুর বারদুয়ারী হাট বিধিবর্হিভুতভাবে ২০ লাখ টাকা কমে গোপনে ইজারা দেবার চেষ্টা চলছে। তাছাড়া পৌর মেয়র অফিস না করলেও গোপনে মাসিক সভা দেখানো হচ্ছে। এমনকি পৌরসভার সকল কাউন্সিলরদের সভার নোটিশ পর্যন্ত দেয়া হয়নি। তাছাড়া পৌরসভার কর্মচারীদের ১৭ মাসের বেতন বকেয়া সহ নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদে কর্মসূচীর শুরু হিসাবে পৌরভবনে তালা দেয়া হয়েছে। এসব অনিয়ম দুর্নীতির প্রতিকার না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পৌরসচিব দিলীপ কুমার মোহন্ত রাখি জানান, অনিয়মের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। উর্দ্ধতন কর্তৃপক্ষই সব বলতে পারবে।
(এনএএম/পিবি/মার্চ ১১,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test