E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুর-ধুনট ও কাজিপুরের একমাত্র সড়কটি খানা খন্দকে ভরা

২০১৫ মার্চ ১২ ১৫:৫৬:০৪
শেরপুর-ধুনট ও কাজিপুরের একমাত্র সড়কটি খানা খন্দকে ভরা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর-ধুনটের একমাত্র ব্যস্ত সড়কটি খানা খন্দকে ভরে গেছে। খানাখন্দকে ভরে যাওয়ার কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারিরা।

ঢাকা- বগুড়া মহাসড়ক সংলগ্ন শেরপুর উপজেলা। শেরপুর-ধুনট সড়ক হয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সাথে যোগাযোগ করতে হয়। শেরপুর-ধুনট সড়ক দিয়ে তিন উপজেলার সাথে যোগাযোগ হয়ে থাকে। এ সড়কটি শেরপুর উপজেলার মাদ্রাসা গেট থেকে শালফা বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সিএন্ডবি রাস্তা ও শালফা পুর্ব পাড়া থেকে ধুনট বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তাটির বেশিরভাগ স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। সড়কের কার্পেট উঠে গিয়ে কোথাও কোথাও বড় গর্তের সৃষ্টি হয়েছে। পথচারিদের চলাচলে যেমন দূর্ভোগ পোহাতে তেমনি আবার চলাচল করতে গিয়ে ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রায়ই বিকল হয়ে পড়ছে যানবহন।
স্থানীয়রা বলছেন, এই সড়কে গত দুই সপ্তাহে ২০টির বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। কোন মন্ত্রী বা প্রশাসনের বড়কর্তা এসড়ক দিয়ে যাতায়াত করলে তখন রাস্তাটির গর্তগুলো কোন রকমে পুরন করে যা মন্ত্রীর অনুষ্ঠান শেষ হওয়ার সপ্তাহ খানেকের মধ্যে আগের মতই খানা খন্দকে ভরে যায়। গত ২০১৩ সালের ৩০ জুলাই বগুড়ার শেরপুর ও ধুনটের বথুয়াবাড়ী ব্রীজ উদ্বোধন করতে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন তখন রাস্তাটি তরিঘরি করে পিচ দিয়ে মেরামত করা হয়েছিল। এরপর কয়েকমাসের মধ্যে আবারো সড়কটি আগের অবস্থায় ফিরে আসে। হাজার হাজার মানুষের চলাচল হলেও অধ্যবধি পর্যন্ত সাধারণ জনগনের দুর্ভোগ কমাতে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
সিএনজি অটো রিস্কা চালক জহুরুল, রফিকুল, সুদেব জানান রাস্তাটি ৪টি উপজেলার প্রধান সড়ক হিসেবে যানবাহন চলাচল করে। এ সড়কটিতে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীর মানব জীবন হতাহতের ঝুঁকির পাশাপাশি যানবাহন বিকল হয়ে যায়। ভুক্তভোগীরা সড়কটি মেরামতের দাবি জানিয়েছে।
বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী (এসডিই) কামরুল হাসান জানান, সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিয়মানুসারে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। খুব দ্রুত সড়কটির ৪ কিলোমিটার মেরামতের কাজ শুরু করতে বলা হয়েছে।

(এএসবি/পিবি/মার্চ ১২,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test