E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা

২০১৫ এপ্রিল ১৪ ১৪:৫৩:৪২
মাগুরায় চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা

মাগুরা প্রতিনিধি : পুরোহিতের মন্ত্র উচ্চারণ,ঢাকের বাদ্য ও নৃত্যের তালে-তালে বিয়ের মাধ্যমে শিব-পার্বতীকে ধান-দূর্বা দিয়ে বরণ করে নেন মাগুরার শালিখা উপজেলার চুকিনগর গ্রামে অনুষ্ঠিত চড়ক পূজায় উপস্থিত শত-শত ভক্তবৃন্দ।

সন্ন্যাসী নিরঞ্জন দাস জানান চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা উপলক্ষ্যে ৩দিন ব্যাপি অনুষ্ঠিত এ পুজার প্রথম দিনে বাণ পূজা ও খেজুর ভাঙ্গা উৎসব,নীলপূজা, হাজরাভাট ও শিব-পার্বতীর বিয়ে এবং শেষ দিনে শিবের পূজা ও আরাধনার মধ্যদিয়ে এ পূজা অনুষ্ঠিত হয় । প্রতিবছর চৈত্র মাসের শেষ দিনে বাণরাজার পূজায় খুশি হয়ে মর্ত্যধামে আসেন শিব-পার্বতী। মূলত শিবকে খুশি করার জন্যই এ পূজার আয়োজন। খিচুড়ী ভোগ খেয়ে ও নাচে-গানে শিব খুশি হন। তিনি খুশি হয়ে পার্বতীকে সঙ্গে নিয়ে মর্ত্যধামে অবস্থান শেষে বৈকুন্ঠে চলে যান।তাই সনাতণ ধর্মালম্বীগন প্রতিবছর এ পূজার আয়োজন করে থাকেন।
সোমবার রাতে চুকিনগর চড়ক পূজায় দেখা যায় একজন শিব ও অন্যজন পার্বতী সেজে বিয়ের আসরে বসেছেন। সামনের আসনে উপবিষ্ট হয়ে পুরোহিত জোরে-জোরে মন্ত্র উচ্চারণ করছেন আর মেয়েরা বার-বার উলুধ্বনী দিচ্ছেন। ঢাকী বাজিয়ে চলছেন ঢাকের বাদ্য। শুভ দৃষ্টি , মালা বদল ও পুরোহিতের মন্ত্র পাঠশেষে মহিলারা ধান-দূর্বা দিয়ে ঢাকের বাদ্য ও নৃত্যের তালে-তালে বরণ করেন তাদের আরাধ্য দেব-দেবী শিব-পার্বতীকে। সেই সঙ্গে চলে শংখ ও উলুর ধ্বনী। প্রায় দুই ঘন্টা বরণ শেষে শিব-পার্বতীকে নিয়ে গেলেন ঘরের মধ্যে। এ ভাবেই শিব-পার্বতীর মিলন ও সর্বশেষ শিব পূজার মধ্যদিয়েই শেষ হলো চড়ক পূজার অনুষ্ঠান।

( ডিসি/পিবি/ এপ্রিল ১৪,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test