E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উল্লাপাড়ায় নদী দখল করে বাড়ি নির্মাণ !

২০১৫ এপ্রিল ২৮ ১৯:০১:২৭
উল্লাপাড়ায় নদী দখল করে বাড়ি নির্মাণ !

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বারোইয়া পালপাড়া মহল্লার পাশে ফুলজোড় নদী দখল করে অবৈধভাবে নির্মাণাধীন বহুতল বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এই কাজ বন্ধ করে দিয়েছেন।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত একমাস ধরে উপজেলার পৌরসভার আর্ন্তগত বারোইয়াপাড়া মহল্লার আব্দুল জলিল নামের এক ব্যাক্তি ফুলঝোর নদীর প্রায় ৭০ ফুট জায়গা দখল করে বাড়ি নির্মাণ কাজ শুরু করে। ইতিমধ্যেই মাটির নিচের কাজ শেষ করে আরসিসি কলাম মেঝে পর্যন্ত নির্মান করা হয়।

স্থানীয় অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন শেষে ভবন নির্মাণ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষনিক সবাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, ভবনের মালিক নদীর তলদেশের প্রায় ৭০ ফুট অংশ দখল করে বহুতল ভবন নির্মাণ করছিলো। এ ছাড়াও উক্ত ভবন নির্মানের জন্য পৌরসভা থেকে কোন নকশার অনুমোদন নেয়া হয়নি। ভবন নির্মাণের বিষয়টি আমাদের জানা ছিলো না।

উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী জানান, স্থানীয় সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে সার্ভেয়ার, সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা ও পৌরসভার প্রকৌশল বিভাগ যৌথভাবে তদন্ত করা হয়। এই জায়গাটি সরকারি এবং নদী হিসেবে ব্যবহ্রত হচ্ছে। যে কারণে এই অবৈধ ভবন নির্মাণ কাজ সরেজমিনে গিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে সকল পাকা অবকাঠামো ভেঙ্গে ফেলার নির্দেষ দেয়া হয়েছে। সরিয়ে না নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লাপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আমিরুল ইসলাম জানান, বিষয়টি আমাদের জানা ছিলোনা। ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়েছে, পাশাপাশি নদী দখল করে আরও যারা গৃহ নির্মাণ করছেন এলাকাটি পরিদর্শন করে উপসহকারি প্রকৌশলীকে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

ভবনের মালিক আব্দুল জলিল জানান, জায়গাটি রেকর্ডকৃত সম্পত্তি বিধায় বাড়ি নির্মাণ শরিু করেছিলাম। অন্যায় ভাবে আমার এই বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হলো।

উল্লেখ্য, বহুতল ভবনটি নির্মিত হলে বর্ষা মৌসুমে পাট বন্দর খ্যাত এই ফুলঝোর নৌ চলাচল বন্ধ হয়ে যেত।

(এসএস/এএস/এপ্রিল ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test