E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে সাজ সাজ রব

২০১৫ মে ০৬ ১৫:১৭:০৪
শাহজাদপুরে সাজ সাজ রব

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে শুক্রবার প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসবেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে শাহজাদপুরে সাজ সাজ রব পড়ে গেছে। শহরকে সাজানো হয়েছে জাকজমকপূর্ন ও বর্ণাঢ্য সাজে। রবীন্দ্র কাছারিবাড়িসহ শহরের বড় বড় ভবন, অফিস আদালত রং করে ঝকঝকে তকতকে করা হয়েছে। প্রধান মন্ত্রীর আগমণ উপলক্ষে এলাকার জনগণ নিজ উদ্দোগে তাদের বাড়িঘর ও বাড়ির পাশে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। পৌর শহরের বিধস্ত রাস্তাঘাট তড়িঘড়ি করে মেরামত করা হয়েছে।

এ উপলক্ষে শহরের মোড়ে মোড়ে প্রবেশ পথসহ সকল সড়কে অসংখ্য রং বেরঙের পোষ্টার, প্লাকার্ড,ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে অপরুপ সাজে। নির্মাণ করা হয়েছে প্রায় শতাধিক বিশাল বিশাল তোরণ।এতে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন জানান প্রধান মন্ত্রীর শাহজাদপুর আগমন উপলক্ষে আইন শৃঙ্খলাসহ সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্ম বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃকি বিষয়ক ভারপ্রাপ্ত সচিব বেগম আকতারী মমতাজ, স্মারক বক্তব্য রাখবেন এমিরিটাস ড. আনিসুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ,টি,ইমাম ও শাহজাদপুরের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। এসভায় সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর । ধন্যবাদ জ্ঞাপনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন।

সূত্রে জানা যায়, শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেকিপ্টার যোগে উপজেলার বাঘাবাড়ি বন্দরে সকাল ৯.৩৫ অবতরণ করবেন, সকাল ৯.৫০ শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন। সকাল ১০.০০ টায় শাহজাদপুর হাই স্কুল মাঠে“রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ” এর ভিত্তি প্রস্তর স্থাপন ও সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারিত কার্যক্রম, সিরাজগঞ্জ জেলা রেজিষ্টারের কার্যালয়, শেখ রাসেল পৌর শিশু পার্ক সহ পাঁচটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। সকাল ১০.১০ বিশ্বকবি রবীন্দ্রনাথ টাকুর এর ১৫৪তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সকাল ১১.৩০ বাঘাবাড়ি হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করবেন এবং সকাল ১১.৪০ হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

(এআরপি/এএস/মে ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test