E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে বিজিবি-বিএসএফের সীমানা পিলার পরিদর্শন

২০১৫ মে ১৪ ১৪:৩৭:২৯
বান্দরবানে বিজিবি-বিএসএফের সীমানা পিলার পরিদর্শন

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে প্রথমবারের মতো বিজিবি এবং বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে যৌথ উদ্যোগে সীমান্ত পিলারসমূহের পরিদর্শন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার রুমা উপজেলার দুর্গম সুরাহাপাড়া এলাকায় ২৩৬২ নম্বর পিলারের কাছে এ পরিদর্শন কাজ শুরু হয়।

বান্দরবান বিজিবি`র সেক্টর কমান্ডার কর্নেল এসএম অলিউর রহমান জানান, গত বছর বিজিবি`র বান্দরবান সেক্টর স্থাপনের পর এই প্রথমবার এ সেক্টরের আওতাভুক্ত বান্দরবান জেলার দুর্গম সীমান্ত এলাকা সুরাহাপাড়া এলাকায় ২৩৬২ নম্বর পিলারের কাছে ব্যাটালিয়ন পর্যায়ে যৌথ সমীক্ষা এবং স্থাপিত পিলারসমূহের পরিদর্শন শুরু হয়েছে। এ সময় দু`দেশের সীমান্তরক্ষীদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত আছেন।

এদিকে ভারতের মিজোরাম রাজ্যের ১৬২ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল অজিত রায় বিএসএফ দলের পক্ষে নেতৃত্ব দেবেন বলে জানান তিনি।

(ওএস/এএস/মে ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test