E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাওড়াকান্দি-শিমুলিয়া ঘাটে মানুষের ঢল

২০১৫ জুলাই ১৬ ১৮:৩৪:০১
কাওড়াকান্দি-শিমুলিয়া ঘাটে মানুষের ঢল

মাদারীপুর প্রতিনিধি :রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যোগাযোগের অন্যতম রুট মাদারীপুর শিবচরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। একে একে রাজধানী ঢাকা থেকে নাড়ীর টানে নিজ গ্রামে ফিরতে শুরু করেছেন সবাই।

কাওড়াকান্দিতে স্পীডবোট ও লঞ্চ ঘাটে যাত্রীদের ভীড় ছিল চোখে পড়ার মত। লঞ্চ, স্পীডবোট ও ফেরিতে পার হয়ে আসা যাত্রীদের অনেকেই গাড়ির ছাদে চড়ে নিজ গন্তব্যে পৌছতে হচ্ছে।

এছাড়াও যাত্রীদের নিবিঘ্নে নিজ গন্তব্যে পৌছে দিতে প্রশাসন কাওড়াকান্দিঘাটে যাত্রীদের হয়রানী বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। যানবাহনের অতিরিক্ত চাপে কাওড়াকান্দি ফেরিঘাট থেকে প্রায় ১ কিলোমিটার যানজট দেখা গেছে। এদিকে বুধবার সকাল থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখছে ঘাট কর্তৃপক্ষ।

কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ‘প্রতি বছরের চেয়ে ঘাট এলাকায় বাড়তি নিরাপত্তা জোড়দার করা হয়েছে। ঢাকা থেকে যাত্রীরা একে একে কাওড়াকান্দি হয়ে বাড়ি ফিরতে শুরু করেছে। এছাড়াও পারাপারের অপেক্ষায় বেশকিছু পরিবহণ রয়েছে।’
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, ‘যাত্রীদের হয়রানী বন্ধে ঘাট এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

(এএসএ/এসসি/জুলাই১৬,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test