E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে আ’লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম

২০১৫ জুলাই ২৭ ১৮:৪৫:৪৮
শরীয়তপুরে আ’লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুর রহমান খোকন মেম্বারসহ দুইজনকে কুপিয়ে জখম করেছে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

খোকন মেম্বারের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায় , পূর্ব শত্রুতার জের ধরে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বুড়িরহাট বাজার বনিক সমিতি ও বুড়িরহাট উচ্চ বিদালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুদ্রকর ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুর রহমান খোকন সোমবার দুপুর ১ টার দিকে বুড়িরহাট বাজার থেকে স্থানীয় চানমিয়া বেপারীকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে বুড়িরহাট বাজারের পূর্ব মাথায় ব্রীজ পার হয়ে বোরহানের দোকানের সামনে পৌছা মাত্র দেওভোগ গ্রামের পিন্টু মোল্যা ও আঃ লতিফ মোল্যা গংরা অতর্কিত ভাবে ৭-৮ জন মুখোশপরা অস্ত্রধারী সন্ত্রাসী মোটর সাইকেল ও অটোরিক্সায় করে এসে খোকনের গতি রোধ করে। কোন কিছু বুঝে উঠার আগেই এলোপাথাড়ি ভাবে ধারালো খোকনকে কুপিয়ে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে । সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দেয়। তার সাথে থাকা চানমিয়া বেপারীকেও কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

খোকন মেম্বারের পরিবার আরো জানায়, বুড়িরহাট বাজারের বনিক সমিতির গত নির্বাচনে আঃ লতিফ মোল্যা খোকন মেম্বারের সাথে পরাজিত হওয়ার পর ঈর্ষান্বিত হয়ে কিছুদিন পূর্বে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করেছে এবং জেল খাটিয়েছে।

কয়েকদিন পূর্বে খোকন জেল থেকে জামিনে আসার পর থেকে প্রতিপক্ষের লোকেরা তাকে হত্যা করার জন্য ফন্দি আটছিল। স্থানীয় বুড়িরহাট বাজারের লোকজন খবর পেয়ে তাদেরকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে মজিবুর রহমান খোকনের স্ত্রী নাসরিন আকতার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সাবেক শিবির নেতা বর্তমান জামাত নেতা পিন্টু মোল্যা ও আঃ লতিফ মোল্যা গংরা আমার স্বামী মজিবুর রহমান খোকনকে হত্যার উদ্দেশে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। বুড়িরহাট বাজারের বনিক সমিতির নির্বাচনে আঃ লতিফ মোল্যা আমার স্বামীর সাথে পরাজিত হওয়ার পর ঈষান্বিত হয়ে কিছুদিন পূর্বে মিথ্যা মামলা দিয়েও হয়রানি করেছে। আমার স্বামী গত ২৫ বছর যাবৎ ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে আসছে। সে বড়িরহাট উচ্চ বিদ্যালয়ে ৫ বার বনিক সমিতির ৪ বার সভাপতির দায়িত্ব পালন করছে। তার জনপ্রিয়তাকে সহ্য করতে না পেরে পিন্টু-লতিফ গংরা তাকে হত্যা করতে চাইছে।

এ ব্যাপারে পিন্টু মোল্যা ও লতিফ মোল্যার সাথে যোগাযোগ করে তাদের কে পাওয়া যায়নি।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, সদর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মজিবুর রহমান খোকন ও চানমিয়া বেপারীকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকেরা কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। আমরা এ জখন্য কর্মকান্ডের বিচার চাই।

পালং মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কয়েকজন মুখোশধারী সন্ত্রসীরা খোকন মেম্বার সহ দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(কেএনআই/এএস/জুলাই ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test