E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়িয়ায় দুই শিশুর রহস্যজনক মৃত্যু ,বাবা আটক

২০১৫ আগস্ট ১০ ১৫:৪৭:০০
নড়িয়ায় দুই শিশুর রহস্যজনক মৃত্যু ,বাবা আটক

শরীয়তপুর প্রতিনিধি :নড়িয়ায় দুই শিশুর রহস্যজনক  মৃত্যু হয়েছে । এ ঘটনায় শিশুর বাবা মা কে আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শিশুদের অস্বাভাকি মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারনা করছে। রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।  এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও মৃত শিশুর চাচা জামাল মাদবর জানান , জেলার নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ গ্রামের লিয়াকত মাদবর ও পারভিন আকতারের তিন শিশু কণ্যা সাদিয়া আকতার (৮), সামিয়া আকতার (৫) ও লামিয়া আকতার (২)। রোববার রাতে সাদিয়া আকতার ও সামিয়া আকতার প্রতিদিনের ন্যায় খাবার খেয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকে। রাত অনুমান ১টার সময় অটোরিক্সা চালক বাবা লিয়াকত মাদবর বাইরে থেকে এসে মেয়েদের ঘুম থেকে জাগিয়ে তুলে তাদের সাথে শেষ কথা বলে সেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে শিশুদের মা পারভিন আকতার ঘুম থেকে উঠে মক্তবে পাঠানোর জন্য মেয়েদের ডাকতে যায়। এ সময় দেখেন দুই শিশু সন্তান সাদিয়া ও সামিয়া আকতারের নিথর দেহ বিছানায় পড়ে আছে। পারভিনের কান্নাকাটি শুনে আশে পার্শ্বের লোকজন এসে নড়িয়া থানা পুলিশের খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ধারনা করছে অস্বাভাবিক মৃত্যু হয়েছে শিশু দুটির। পুলিশ শিশুদের বাবা লিয়াকত মাদবরকে জিজ্ঞাসাবাদের জন্য নড়িয়া থানা হেফাজতে নিয়েছে। মা পারভিন আকতার সন্তানের শোকে বার বার মুর্ছা যাচ্ছে। সে কোন কথা বলতে পারছেনা। এ ঘটনায় নড়িয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।

নিহতদের পারিবারিক সূত্র থেকে জানাগেছে শিশু সাদিয়া কালিকা প্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ও সামিয়া একই বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।
এ ব্যাপারে নিহতের বাবা লিয়াকত মাদবর বলেন, আমি রাত ১টায় বাইরে থেকে এসে মেয়েদের ঘুম থেকে তুলে খাবার খেতে বলি। ওরা বলে আমরা খেয়েছি। তারপর আমি খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে মেয়েদের লাশ দেখতে পাই।

এ ব্যাপারে নড়িয়া থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, শিশু দুটির স্বাভাবিক মৃত্যু হয়নি বলে ধারনা করছি । বাবা লিয়াকত মাদবরকে জিজ্ঞাসাবাদ করতে থানা হেফাজতে নেয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


(কেএনআই/এসসি/আগষ্ট১০,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test