E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ থেকে ছেড়ে যাওয়া চাল বোঝাই ট্রাক আবারো ছিনতাই

২০১৫ সেপ্টেম্বর ১৪ ১৮:১০:৪৪
নওগাঁ থেকে ছেড়ে যাওয়া চাল বোঝাই ট্রাক আবারো ছিনতাই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ থেকে ছেড়ে যাওয়া চাল বোঝাই ট্রাক আবারো ছিনতাইয়ের কবলে পড়েছে। ক্ষতিগ্রস্ত চাল ব্যবসায়ি মনোরঞ্জন রায় এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি করেছেন। চাল বহনকারী ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও ৩শ’ বস্তা চালের কোন হদিস এখনো মেলেনি। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে নতুন করে আতংকের সৃষ্টি হয়েছে।

মনোরঞ্জন রায় জানান, গত ১০ সেপ্টেম্বর তিনি সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী পরিবহন শ্রমিক ফেডারেশন নওগাঁর মাধ্যমে তাদের ১৬ নং মেমো মূলে বগুড়া-ট-০২-০১৫৪ নম্বরের ট্রাকটি ভাড়া নেন। ওই ট্রাকের মালিক নওগাঁ শহরের পার নওগাঁ মহল্লার শংকর চৌধুরী ও কমল চৌধুরী। ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় ট্রাকটি (রায় সুপার জোড়া ইলিশ মার্কা ও মেসার্স অনীল ভূষন রায় লিখা) ৫০ কেজি ওজনের ৩শ’ বস্তা চাল শহরের পার নওগাঁর চাল আড়ৎদার পট্টির তাঁর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মনোরঞ্জন রায় থেকে চালান নিয়ে ট্রাকের চালক আবু বক্কর সিদ্দিক নওগাঁ থেকে রওনা দেয়। ট্রাকটির গন্তব্যস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল বাজারের মেসার্স মনিন্দ্র চন্দ্র দত্ত নামের ব্যবসা প্রতিষ্ঠানে।

ঘটনার দিন গত ১১ সেপ্টেম্বর দিনগত রাতে ট্রাক চালক আবুবকর সিদ্দিক মোবাইল ফোনে ট্রাকটির মালিক কমল চৌধুরীকে জানায়, গাজীপুর চৌরাস্তায় ছিনতাইকারীরা ২টি ট্রাক দিয়ে তার চাল বোঝাই ট্রাকটির গতিরোধ করে। এরপর ছিনতাইকারীরা চালক ও হেলপারকে মারপিট করে তাদের ট্রাক থেকে ফেলে দিয়ে চাল বোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। মনোরঞ্জন রায় জানান, ইতোমধ্যে গত ১৩ সেপ্টেম্বর বিকেলে পরিত্যক্ত অবস্থায় আশুলিয়ায় ট্রাকটি পাওয়া গেলেও তার ১৫ টন চালের কোন হদিস পাওয়া যায়নি। ছিনতাইকৃত চালের মূল্য ৩ লাখ ৯৫ হাজার ৫২২ টাকা বলে জানান তিনি।

(বিএম/এএস/সেপ্টেম্বর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test