E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে জখম

২০১৫ সেপ্টেম্বর ১৪ ২০:৪৫:০৭
নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে জখম

নওগাঁ প্রতিনিধি : বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে না দেয়ায় নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর কলোনী পাড়া মহল্লায় মাহবুবা আখতার ববি (২৩) নামে এক গৃহবধূর ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে তার পাষন্ড স্বামী।

নির্যাতন চালিয়ে দুই পা ও হাতের আঙ্গুল থেঁতলে দিয়েছে স্বামী ও স্বামীর পরিবারের লোকজন। মুমূর্ষ অবস্থায় তিনি এখন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। রবিবার এব্যাপারে থানায় একটি মামলা দায়ের হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে জেলার মহাদেবপুর উপজেলার পৈশাতা গ্রামের বজলুর রশিদের মেয়ে মাহবুবা আখতার ববিকে মোটা অঙ্কের যৌতুকের বিনিময়ে পত্নীতলা উপজেলার নজিপুর কলোনী পাড়া মহল্লার ওসমান আলীর ছেলে ফল ব্যাবসায়ী জালাল বিয়ে করেন। বিয়ের পর থেকেই ব্যবসার পরিসর বৃদ্ধির নাম করে ববির পিতার কাছ থেকে যৌতুকের অতিরিক্ত টাকা দাবি করে আসছিলো জালাল। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ দেখা দিলে পারিবারিক ভাবে দুই পক্ষের লোকজন নিয়ে বেশ কয়েক দফা বৈঠকও হয়। কিন্তু তাতে কোন সমাধান আসেনি।

গৃহবধূ ববি জানান, কারনে অকারনে প্রায়ই নির্যাতন চালিয়ে আসছে জালাল। এমনকি ব্যবসায়ী পার্টনার ও পাওনা দারদের টাকা না দেয়ার ফন্দি হিসেবে আমাকে দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার ষড়যন্ত্র করে। এসব কাজের বিরুদ্ধাচারণ করলে তার ওপর নেমে আসে শারিরীক ও মানসিক নির্যাতন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে ঘরে বন্দি করে লাঠি ও লোহার রড দিয়ে মারধর শুরু করে জালাল। একপর্যায় গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করে। একইসঙ্গে দুই পা ও হাতের আঙ্গুলগুলো থেতলে দেয়।

মারপিট শেষে একটি সিরিঞ্জে করে বিষাক্ত ওষুধ শরীরে ঢোকানোর চেষ্টা করলে প্রতিবেশীরা ছুটে আসে। প্রতিবেশী ফজলুর রহমান, মৌসুমী আকতার, জয়নব বানুসহ বেশ ক’জন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ববিকে প্রায়ই মারপিট করে জালাল। সর্বশেষ বৃহস্পতিবার তাকে হত্যা করার উদ্দেশ্যেই বিষাক্ত ইঞ্জেকশন দেয়ার চেষ্টা করে সে। প্রতিবেশীরা ছুটে যাওয়ায় ববি প্রানে রক্ষা পেয়েছে। জালাল পালিয়ে যাওয়ায় পর ববিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মজিদ জানান, মারপিটের কারনে ববির শরীরের গলা, বুক ও পিঠসহ বিভিন্ন অঙ্গ-স্থানে রক্তাক্ত ফোলা-জখম হয়েছে। পা ও হাতের আঙ্গুলগুলো ফেটে গেছে। তাকে সার্বক্ষনিক চিকিৎসা ও পর্যবেক্ষনে রাখা হয়েছে। এদিকে এ ঘটনায় গৃহবধূ ববি নিজেই বাদি হয়ে রবিবার পত্নীতলা থানায় স্বামীকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেছেন । এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আজিমুদ্দীন জানান, থানায় মামলা দায়ের হবার পর থেকেই আসামীরা পালিয়ে আছে। তবে তাদের গ্রেফতার করার চেষ্টা চালানো হচ্ছে।

(বিএম/এসসি/সেপ্টেম্বর১৪,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test