E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে মন্দিরের জায়গা মুক্ত

২০১৫ সেপ্টেম্বর ১৬ ১৪:২৯:০৮
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে মন্দিরের জায়গা মুক্ত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশের চৌবাড়িয়া জয়মাতা কালিমন্দিরের জায়গা অবশেষে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে মুক্ত হল। বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান তাড়াশ থানার অফিসার ইনচার্জ তদন্ত আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে জোবর দখলকারীর ঘর উচ্ছেদ করেছেন।

জানা গেছে, উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের জয়মাতা কালি মন্দিরের কাটা তারের বেড়া ছেদ করে একই গ্রামের আয়েজ উদ্দিনের পুত্র মোঃ ইসমাইল হোসেন জোর করে কালিমুন্দিরের জায়গায় ঘর তোলে। পরে গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন ঘরটি ভেঙ্গে দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রভাব খাটিয়ে ইসমাইল আবার সেখানে ঘর তোলে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করে। চৌবাড়িয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান খান ও তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথ ভাবে অভিযান চালিয়ে ইসমাইলের ঘর উচ্ছেদ করে চৌবাড়িয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিকট মন্দিরের জায়গা বুঝে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক তপন কুমার গোস্বামী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সনাতন দাশ, দিপক কুমার সিংহ,আশুতোষ সান্যাল, আনন্দ ঘোষ, দিপায়ন সরকার, অশ্বিনী কুমার, মৃনাল কান্তি মিলু, বিকাশ চন্দ্র সরকার প্রমুখ।

এমএমএইচ/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test