E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার গ্রাম পুলিশকে পেটালেন ইউপি সচিব!

২০১৬ জানুয়ারি ৩১ ২১:১৬:৪৭
এবার গ্রাম পুলিশকে পেটালেন ইউপি সচিব!

নওগাঁ প্রতিনিধি : সচিবের কক্ষের তালা খুলে দেয়া-নেয়ার অভিযোগে নওগাঁর মান্দায় এবার গ্রাম পুলিশ মেছের আলীকে (৫০) পেটালেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের সচিব ফজলুর রহমান। এ সময় তার পরিহিত ইউনিফর্মের ব্যাচটিও ছিঁড়ে ফেলা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের সামনে এই ঘটনা ঘটে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রাম পুলিশ মেছের আলী জানান, সকাল ১০টার দিকে তিনি চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের কক্ষে অবস্থান করছিলেন। এসময় সচিব ফজলুর রহমান পরিষদে এসে নিজেই কক্ষের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। পরে জানালা খুলে দেয়ার জন্য ওই কক্ষে প্রবেশ করলে সচিব ফজলুর রহমান তার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ী কিল-ঘুষি মেরে ইউনিফর্মের ব্যাচ ছিঁড়ে ফেলেন। এসময় উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করে। সচিবের কক্ষে এ ধরণের ঘটনায় স্থানীয়দের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

দফাদার মোজাফফর হোসেন জানান, সচিব ফজলুর রহমান মাঝেমধ্যেই অকারণে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন। এনিয়ে পরিষদে কর্মরত গ্রাম পুলিশের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তুচ্ছ বিষয় নিয়ে গ্রাম পুলিশ মেছের আলীকে মারধরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বিদ্যুৎ জানান, সচিব ও গ্রাম পুলিশকে নিয়ে তাৎক্ষণিক বৈঠক করা হলেও বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয় নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ধরণের অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয়েছে। পরিষদ সদস্যদের নিয়ে বসে বিষয়টি নিষ্পত্তি করে দেয়া হবে বলে তিনি জানান।

(বিএম/পি/জানুয়ারি ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test