E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর মান্দায় বহুনির্বাচনী পরীক্ষা নেয়া হলো একসেটে!

২০১৬ ফেব্রুয়ারি ০১ ১৬:২৯:০৬
নওগাঁর মান্দায় বহুনির্বাচনী পরীক্ষা নেয়া হলো একসেটে!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এসএসসি পরীক্ষার প্রথমদিন বাংলা প্রথমপত্রে শুধুমাত্র ‘খ’ সেট দিয়ে বহুনির্বাচনী (অভীক্ষা) পরীক্ষা নেয়া হয়েছে। সোমবার উপজেলার চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। একই কেন্দ্রে রচনামূলক প্রশ্নপত্র পরীক্ষার্থীদের সংখ্যার চেয়ে কম ছিল বলে জানা গেছে। এতে ওই কেন্দ্রের মেধাবী শিক্ষার্থীরা মেধার মূল্যায়ন থেকে বঞ্চিত হবার আশঙ্কা করছেন অভিভাবকরা।

জানা গেছে, সোমবার বাংলা প্রথমপত্রে চকউলী কেন্দ্রে ৫০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮৭ জন পরীক্ষায় অংশ নেয়। প্রথমধাপে বহুনির্বাচনী পরীক্ষায় ক, খ, গ ও ঘ এই চার সেটে পরীক্ষা নেয়ার নিয়ম থাকলেও ওই কেন্দ্রে সকল পরীক্ষার্থীদের শুধুমাত্র ‘খ’ সেট দিয়ে পরীক্ষা নেয়া হয়েছে। এছাড়া কেন্দ্রটিতে রচনামুলক প্রশ্নপত্র পরীক্ষার্থীদের তুলনায় কম পাওয়া গেছে। পরে ফটোকপি করে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। তবে, কতসেট প্রশ্নপত্র কম ছিল এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান ও কেন্দ্র সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম সঠিক তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।

কেন্দ্র সচিব নজরুল ইসলাম শুধুমাত্র ‘খ’ সেটে বহু নির্বাচনী পরীক্ষার নেয়ার কথা স্বীকার করেন বলেন, অন্যান্য সেটের প্রশ্নপত্র (ক, গ ও ঘ) বোর্ড সরবরাহ না করায় শুধু ’খ’সেট দিয়েই পরীক্ষা নিতে হয়েছে। বিষয়টি রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ইউএনওকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান খানও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, প্রশ্নপত্র ঘাটতির বিষয়টি সংশ্লিষ্ট কেন্দ্র সচিব অবহিত করেন নি। কোনো কারণে এ ধরণের ঘটনা হলে বিষয়টি আগেই তাঁর দপ্তরকে জানানো উচিত ছিল। একসেট দিয়ে বহুনির্বাচনী পরীক্ষা নেয়া সঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।


(বিএম/এস/ফেব্রুয়ারি০১,২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test