E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জে আ.লীগ প্রার্থী বাছাই করতে ভোট

২০১৬ মার্চ ০৬ ১১:৫৭:১৬
জকিগঞ্জে আ.লীগ প্রার্থী বাছাই করতে ভোট

জকিগঞ্জ প্রতিনিধি :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই উপলক্ষে শনিবার জকিগঞ্জ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোট গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রার্থী দেখে নয় নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে এবং উন্নয়নের ধারাবাহিকতা গতিশীল রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই। সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করে গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশফাক আহমদ তাঁর বক্তব্যে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়তে হবে। দলীয়ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে তার বিজয় নিশ্চিত করার জন্য নেত্রীর নির্দেশ রয়েছে। সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জকিগঞ্জের ৯ টি ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে শেখ হাসিনার মিশন বাস্তবায়ন করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, নাসির উদ্দিন খান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা আব্দুল মুমিন চৌধুরী, জেলা আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মকলু মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, প্রচার বিষয়ক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, উপ প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, জকিগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী সাজনা সুলতানা চৌধুরী, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সোহেল, উপজেলা আওয়ামীলীগের সাব্কে যুগ্ম আহবায়ক নাসিম আহদ, আব্দুল আহাদ প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী জানিয়েছেন, চেয়ারম্যান পদে উপজেলার ৯ টি ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের বাছাই করতে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোট গ্রহণ করা হয়েছে। ফলাফল জেলা আওয়ামীলীগ


(এসকেপি/এস/ফেব্রুয়ারি০৬,২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test