E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর প্রবীণরা এখনও স্বাস্থ্য ঝুঁকিতে

২০১৬ এপ্রিল ০৬ ১৭:০৪:২০
নওগাঁর প্রবীণরা এখনও স্বাস্থ্য ঝুঁকিতে

নওগাঁ প্রতিনধি : বিশ্ব স্বাস্থ্য দিবস আজ বৃহস্পতিবার। বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি জাঁকজমক পূর্ণভাবে পালিত হচ্ছে। দেশে স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন হলেও প্রবীণরা রয়েছেন চরম ঝুঁকিতে।

পারিবারিকভাবে সচেতন হলে এ সমস্যা অনেকাংশেই কেটে যেত বলে প্রবীনদের ধারনা। ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী নওগাঁ জেলায় ২৬ লাখ ১শ’ ৫৭জন জনগোষ্ঠীর বাস। এর মধ্যে প্রবীণের সংখ্যা প্রায় ২ লাখ ৮ হাজার।

বর্তমানে দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্য সেবার উন্নয়ন, শিশু ও মাতৃ মৃত্যু হার হ্রাসে নানামুখী পদক্ষেপ গ্রহণে স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন এসেছে এ কথা অস্বীকার করার কোন উপায় নেই। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী কর্তৃক চালুকৃত কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছাতে নিরলসভাবে কাজ করছে। এর মাধ্যমে পল্লী এলাকার জনগণ সুফল ভোগ করছে। তবে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা ও ওষুধ লাভের সুযোগ সৃষ্টি হলেও এলাকার উল্লেখযোগ্য সংখ্যক প্রবীণ জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা উন্নয়নে তেমন একটা অগ্রগতি হয়নি।

স্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রবীণবান্ধব চিকিৎসা সেবার অভাব এবং পরিবারের সদস্যদের সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে। বতর্মানে যাদের বয়স ৬০ বছর পেরিয়ে গেছে তারা প্রবীণে পরিণত হয়েছেন। প্রবীণ স্বাস্থ্য সমস্যাগুলো হলো শ্বাসকষ্ট, বাতের ব্যথা, পায়ে ও কোমরে ব্যথা, উচ্চরক্তচাপ, দৃষ্টিশক্তি হ্রাস, চোখে ছানি পড়া, শারিরীক দুর্বলতা, পুষ্টিকর খাদ্যের অভাব, আলজাইমার্স, হৃদরোগ, কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ বার্ধক্য জনিত অন্যান্য সমস্যা।

সর্বোপরি পরিবারের সদস্যদের অবহেলা, অযত্ন আর সঠিক পরিচর্যার অভাবে বর্তমানে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। প্রবীণের এ সকল সমস্যা সমাধানে পরিবারের সদস্যরা তেমন একটা উদ্যোগ গ্রহণ করেনা বললেই চলে। তাছাড়া প্রবীণদের রোগ প্রতিরোধে বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায় না। অন্যদিকে সাধারণ চিকিৎসা লাভের জন্য প্রবীণরা চিকিৎসা কেন্দ্রে গেলেও চিকিৎসকের জন্য অপেক্ষা এবং লাইনে দাঁড়িয়ে থেকে সেবা গ্রহণ করতে হয়। যা প্রবীণদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে।

“আসুন সকলে মিলে নিজেদের স্বার্থে প্রবীণদের জন্য বসবাসের কাঙ্খিত পরিবেশ গড়ে তুলি এই হোক বিশ্ব স্বাস্থ্য দিবসের অঙ্গীকার”। এই স্লোগানকে সামনে নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল, বাংলাদেশের কারিগরী সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) নওগাঁ জেলায় ‘প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান প্রকল্প’ বাস্তবায়ন করছে। সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রউফ জানান, সাংস্কৃতিক প্রচারাভিযানের অংশ হিসাবে গান, নাটক, যাত্রা ইত্যাদি প্রর্দশনের মাধ্যমে গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সাংস্কৃতিক ও মিডিয়া ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।

সাংস্কৃতিক ও মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে প্রবীণ ইস্যুতে সব শ্রেণী ও পেশার মানুষকে সংবেদনশীল করা, যাতে পরিবার ও সমাজে প্রবীণরা মর্যাদার সঙ্গে জীবণ যাপন করতে পারে। এ বিষয়ে ধামইরহাট উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাজেদুর রহমান জানান, উপজেলা সমন্বয় সভায় প্রবীণ ইস্যু বিষয়ে সিন্ধান্ত মোতাবেক বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রে প্রবীণদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করা হচ্ছে।

(বিএম/এএস/এপ্রিল ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test