E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাল্য বিয়ে প্রতিরোধে গোল টেবিল বৈঠক

২০১৬ জুন ২৪ ১৪:২৫:৩৭
বাল্য বিয়ে প্রতিরোধে গোল টেবিল বৈঠক

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বরিশালের আগৈলঝাড়ায় বাল্য বিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসনের আয়োজনে হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মহিলা বিষয়ক কর্মকর্তা দিপিকা রানী সেনের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, বিশেষ অতিথী ছিলেন ভাইস চেয়ারম্যান জসীম সরদার। সভায় আলোচনা অংশ গ্রহণ করেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, শিক্ষাবিদ মহাদেব চন্দ্র বসু, লিগ্যাল এইড ম্যানেজার নাজমা আক্তার, এনজিও পরিচালক সিসিলিয়া পারুল মন্ডল, কাজল দাসগুপ্ত, সরোয়ার আলম, কেএম আজাদ রহমান, পেয়ারা ফারুক বক্তিয়ার, প্রাণজিত বাড়ৈ, খালেদা আক্তার লাবন্য, এনায়েত হোসেন নান্নু, মোস্তফা নূর আহম্মেদ, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম লিটন।

সভায় নিজ নিজ অবস্থান থেকে সমাজে বাল্য বিয়ে প্রতিরোধে বক্তারা ভূমিকা রাখবেন বলে অঙ্গিকার ব্যাক্ত করেন।

(টিবি/এস/জুন২৪,২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test