E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে প্রতিপক্ষের আঘাতে মুক্তিযোদ্ধা আহত

২০১৬ ডিসেম্বর ০৩ ১৮:০৭:১২
ঈশ্বরগঞ্জে প্রতিপক্ষের আঘাতে মুক্তিযোদ্ধা আহত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছেলেকে মারধরের প্রতিবাদ করায় প্রতিপক্ষের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত মুক্তিযোদ্ধা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের দরিদ্র মুক্তিযোদ্ধা শেখ মো. ইমামউদ্দিন (৮৮) জানান, শনিবার সকালে বাড়ির অদূরে ছেলে জালালকে মারধরের প্রতিবাদ করায় একই গ্রামের রুহুল আমীনের ছেলে নূরুল আমীন, ভাতিজা রফিকুল ও আল মামুন সংঘটিত হয়ে আমাকে বেধড়ক মারপিট করে। ব্যথায় কাতর হয়ে আমি হাসপাতালে ভর্তি হই।

সরেজমিন দেখা যায়, আহত মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিন বর্তমানে ঈশ্বরগঞ্জ হাসপাতালের ৪৭নম্বর বেডে চিকিৎসাধীন। তার হাঁটু ও কনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মুিক্তযোদ্ধার স্ত্রী মোছা. আছিয়া (৭৫) ও ছেলে আলমগীর (৪০) জানান, আমরা এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, বিষয়টি আমি শুনেছি তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌর মেয়র মো.আব্দুছ সাত্তার জানান, বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে মারপিট করার বিষয়টি অমানবিক। বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধার এরুপ অপমান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এ ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচার দাবি করি।

(এনআইএম/এএস/ডিসেম্বর ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test