E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে লাগাতার ধর্মঘটের পাঁচ দিন অতিবাহিত

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১৬:৫৫:৪২
ঠাকুরগাঁওয়ে লাগাতার ধর্মঘটের পাঁচ দিন অতিবাহিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ধর্মঘটের পাঁচ দিন অতিবাহিত হলেও এ নিয়ে মাথা ব্যাথা নেই যেন কারওlমহাসড়কে চাঁদা আদায় নিয়ে সংর্ঘষ ও ভাংচুরের প্রতিবাদে  মটর মালিক ও শ্রমিক ইউনিয়েনের ডাকে ঠাকুরগাঁওয়ে লাগাতার পরিবহন ধর্মঘট চলছে। ফলে যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েছে।

গত বৃহস্পতিবার থেকে ধর্মঘটের ডাক দেয় মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

তবে জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, সৃষ্ট সমস্যা নিরসনের উদ্যোগ নেয়া হয়েছে।

চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোটর মালিক-শ্রমিক ইউনিয়নের সাথে ট্রাক-ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলছিল। আগে ঠাকুরগাঁও বাস টার্মিনালের সামনে থেকে যে সকল গাড়ি থেকে চাঁদা আদায় করতো সে সব টাকা ট্রাক শ্রমিক, মোটর শ্রমিক ও মোটর মালিক ভাগাভাগি করে নিত।

সম্প্রতি ট্রাক শ্রমিককে চাঁদার টাকা কম দেওয়ায় বিভক্ত হয়ে আলাদা ভাবে চাঁদা তোলে ট্রাক শ্রমিকরা। এ নিয়ে দুই সংগঠনের বিরোধ প্রকাশ্যে রুপ নেয়। বুধবার সন্ধ্যায় মোটর মালিক সমিতির বাস টার্মিনালে থাকা চাঁদা তোলার ঘরটি ভাংচুর ও অগ্নি সংযোগ করে ক্ষুব্ধ ট্রাক ট্যাংকলরি শ্রমিকরা। এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় মোটর শ্রমিক ও মালিক সমিতি। এদিকে ওই রাতেই ট্রাক ও ট্যাংলড়ি অফিসেও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

(এফআইআর/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test