E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে গণধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

২০১৭ মার্চ ০৬ ১৭:০০:৫৭
ঠাকুরগাঁওয়ে গণধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে গণধর্ষণের দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মির্জা মোহাম্মদ আইয়ুব আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আলমগীর (২০), ইসমাইল হোসেন (৩০), আরিফ হোসেন (২২) ও ইউসুফ আলী (২০)। এদের মধ্যে আরিফ হোসেন পলাতক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ জুন ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া উত্তর বোয়ালিয়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ করে চার যুবক। পরে ওই গৃহবধূ বাদী হয়ে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামি করে একটি মামলা করেন।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ মামলায় সোমবার আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এছাড়া প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এ মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন আবু তৈয়ব মোহাম্মদ নাজমুল হুদা বাবলু। আসামি পক্ষে ছিলেন আইনজীবী জাকির হোসেন।

সরকার পক্ষে আইনজীবী আবু তৈয়ব মোহাম্মদ নাজমুল হুদা বাবলু বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সঠিক রায় দিয়েছেন।

(এফআইআর/এএস/মার্চ ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test