E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় দুটি রেস্টুরেন্ট ও তিনটি বেকারিকে জরিমানা

২০১৭ মার্চ ০৭ ১৭:৩৭:১৪
বড়লেখায় দুটি রেস্টুরেন্ট ও তিনটি বেকারিকে জরিমানা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় দুটি রেস্টুরেন্ট ও তিনটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য বিক্রি, খাদ্যে কৃত্রিম রং ব্যবহার, বিএসটিআই অনুমোদনের মেয়াদ উত্তীর্ণ ও লেভেল ছাড়া খাদ্যপণ্য বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পৌর এলাকায় আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ্বাস। ভ্রাম্যমান আদালত জনতা রেস্টুরেন্টকে পাঁচ হাজার, শাপলা রেস্টুরেন্টকে পাঁচ হাজার, বিছমিল্লাহ বেকারিকে পাঁচ হাজার, গ্রামীণ ফুডকে ৪০ হাজার ও শ্যামলী বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ্বাস জরিমানার বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়েছে।’

(এলএস/এএস/মার্চ ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test