E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে’

২০১৭ আগস্ট ২৫ ১৫:১৩:১৬
‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে’

শাহ্ আলম শাহী, দিনাজপুর : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, সামপ্রতিক কালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত দিনাজপুরের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। কৃষি সেক্টরকে পুর্নজ্জীবীতসহ রাস্তাঘাট সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

তিনি আজ (শুক্রবার) সকালে দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের বড়াইপুর গ্রামে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)এর কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ও দিনাজপুর জেলা শাখার আয়োজনে ত্রান বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ইয়াসমিন ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্থাল দিনাজপুরকে শান্ত করতে শেখ হাসিনা ছুটে এসেছিলেন দিনাজপুরে। ১৯৮৮ সালে ভয়াবহ বন্যার পরও কোন সরকারের আমলে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিরা খোজ খবর নিতে আসেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের স্মরণকালের বন্যায় অসহায়, দরিদ্র মানুষদের খোজখবর নিতে ছুটে এসেছেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন,স্বাচিপ এর কেন্দ্রীয় পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ অধ্যাপক ডা: উত্তম কুমার বড়ুয়া, সদস্য ডা: বাবু, ডা: রায়হান, দিনাজপুর বি এম এ এর সভাপতি ডা: এস এম ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডা: বি.কে. বোস, দিনাজপুর এর সিভিল সার্জন ডা: মওলা বক্স, জেলা বিএমএর সাংগঠনিক সমপাদক ডা: মির্জা শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ৮নং শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, ৯ নং আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বড়াইপুর গ্রামে ৪০০ পরিবারের মাঝে ত্রান বিতরন ছঅড়াও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

(এসএএস/এসপি/আগস্ট ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test