E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি ক্ষমতায় এলে দেশে বেকারত্ব-ভিক্ষাবৃত্তি-পতিতাবৃত্তি নির্মূল হবে’

২০১৭ নভেম্বর ০২ ১৬:৩৮:১০
‘বিএনপি ক্ষমতায় এলে দেশে বেকারত্ব-ভিক্ষাবৃত্তি-পতিতাবৃত্তি নির্মূল হবে’

গাইবান্ধা প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ী বহরে আওয়ামী সন্ত্রাসী লীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে গাইবান্ধা জেলা বিএনপি।

বিক্ষোভ শেষে বিএনপির নিজস্ব দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক বলেন, চিরকালই মানুষের অভ্যাতায় একদল অখ্যাত দলের লোক থাকে, তাদেরই সংখ্যা এখন অনেক বেশি, তারাই এখন স্ব-ঘোষিত বাহন, তাদের মানুষ হবার সময় নেই, দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত। সব চেয়ে কম খেয়ে, কম পরে,কম শিখে,বাকি সকলের পরিচর্যা করে, সকলের চেয়ে বেশি তাদের পরিছ্রম, সকলের চেয়ে বেশি তাদের সন্মান।

তিনি বলেন, অধিকাংশ মানুষকে তলিয়ে দমিয়ে রেখে,অমানুষ করে রেখে,তবেই সভ্যাতা সমুচ্চে থাকবে এ কথা অনিবার্য বলে মেনে নিতে গেলে মনে ধিক্কার আসে। আমরা কোন সমাজে বাস করছি এই দেশের পর পর তিনবারের সফল সাবেক প্রধান মুন্ত্রীর গাড়ী বহরে হামলা, তাকে জীবনে মেরে ফেলার লক্ষ্যে গাড়ীতে অগ্নি সংযোগ করে।

সাদিক বরেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে এশটি শোষণহীন সমাজের। যে সমাজে মানুষে মানুষে কোন বিভেদ-বৈষম্য থাকবেনা সেই সমাজ প্রতিষ্ঠার পথ দেখিয়েছিলো শহীদ জিয়াউর রহমান। আর তার এই বাকী স্বপ্নকে বাস্তবে রুপ দিতে দেশ নেত্রী খালেদা জীয়া অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার স্বপ্ন ক্ষুধা মুক্ত, দারিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি শক্তিশালী স্বচ্ছ গণতন্ত্র দেশ হিসাবে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার। সবার জন্য কর্মসংস্থান-বাসস্থান-শিক্ষা-চিকিৎসার ব্যবস্থা কওে আবাদ বৃদ্ধ-রোহিঙা-অনাথ-অক্ষমদের কর্মসৃষ্টি করে দেশে বেকারত্ব-ভিক্ষাবৃত্তি-পতিতাবৃত্তি নির্মূল হবে।

তিনি আরও বরেন, আগামী জাতীয় নির্বাচনে আপনরা ভোট বিপ্লবের মাধমে বিএনপিকে ক্ষমতায় এনে দেশ নেত্রীর বাংলাদেশ ভীষণ ৩০ কে বাস্তবায়ন করার সুযোগ দেন। বিএনপি ক্ষমতায় এলে ইনশাআল্লাহ দেশ দারিদ্র মুক্ত সন্ত্রাস মুক্ত ও বেকার মুক্ত ও কর্মময় দেশে রুপান্তিরিত হইবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদ মাহামুদুননবী টিটুল,শহড় বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সাবেক সংসদ সদস্য সাইফুল আলম সাজা, জেলা জিয়া পরিষদের সদস্য সচিব খন্দকার আহাদ আহমেদ,কৃষকদলের সভাপতি ইলিয়াস, সাধারণ সম্পাদক,মোস্তাক আহম্মেদ,জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক ভুট্টু,রাগীব হাসান চৌধারী,ছাত্রদলের সভাপতি জীম,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, সুন্দরগঞ্জ উপজলো বএিনপরি সাংগঠনকি সম্পাদক ও উপজলো যুবদলরে সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামানকি মাহমুদ ও বিএনপির নেতা একেএম ফকরুল ইলাম মিলু প্রমুখ।

(এসআইআর/এসপি/নভেম্বর ০২, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test