E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

২০১৭ নভেম্বর ২৩ ১৭:৫১:১৮
শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি : ঢাকা আলিয়া মাদ্রাসার প্রশিক্ষিত শিবির ক্যাডার মওলানা ফারুক হোসাইন এখন সাতক্ষীরার শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির। ২০১৩ সালে জামায়াতি তান্ডবে সাতক্ষীরাকে অবরুদ্ধ করে বিচ্ছিন্ন করে ফেলার অন্যতম নেতাও তিনি। নাশকতার বহু মামলার এই আসামি এখন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান।

আর চেয়ারম্যানের চেয়ারে বসে তিনি জামায়াত শিবিরকে সরকারের বিরুদ্ধে উসকে দিচ্ছেন। শুধু তাই নয় জনগনের প্রতিষ্ঠান এই ইউনিয়ন পরিষদকে তিনি দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন ভুরুলিয়া ইউপির নয়জন সদস্য। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য মো: জাকির হোসেন বলেন, চেয়ারম্যান গত ১৭ নভেম্বর পরিষদের প্রধান ফটক বন্ধ করে দেন। এ সময় যে কারও প্রবেশও নিষিদ্ধ করেন তিনি।

এই সুযোগে দিন দুপুরে ডাকাতের মতো তিনি তিনটি সৃষ্টিফুল গাছ, তিনটি শিল কড়াই গাছ ও সিরাজপুর হাট রাস্তার ধরের কয়েকটি গাছ কেটে ফেলেন। কমপক্ষে এক লাখ টাকা মূল্যের এসব গাছ বিক্রির টাকাও আত্মআৎ করে ফেলেছেন তিনি। তারা এ ব্যাপারে জেলা প্রশাসকের দফতরে অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন চেয়ারম্যানকে কমিশন এবং আগাম ঘুষ না দিলে প্রকল্পের কাজ পাওয়া যায়না। এলাকার মানুষের ঘরে বিদ্যুতায়নের জন্য বাড়ি প্রতি এক হাজার টাকা হাতিয়ে নিযেছেন তিনি। বাড়িতে বাড়িতে হোল্ডিং নম্বর লাগানোর কাজ করে তিনি আদায় করেছেন চার লাখ টাকা। টিআর কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের জন্য তাকে কমিশন দিতেই হয়। কমিশন হাতে না পেলে তিনি সেই সদস্যকে কাজ দেন না। এ ছাড়া সংস্কার কাজের এক শতাংশ কাজ না করেও সমুদয় টাকা আত্মসাত করেন ইউপি চেয়ারম্যান। তিনি আটজন ইউপি সদস্যের ভাতাও আত্মসাত করেছেন। ২০১৬ এর নির্বাচনের পর প্রথম দুই মাস সদস্যরা ভাতার টাকা পেয়েছিলেন। পরে আর কোনো টাকা তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউপির সাধারণ সদস্য মো. জাকির হোসেন, মো.সিদ্দিকুর রহান, মো.গোলাম মোস্তফা, মো. আবদুস সবুর, ডা.মো. মুজিবুল হক, মো.শফিকুল ইসলাম এবং নারী সদস্য নার্গিস হাবিব, রহিমা আক্তার ও নার্গিস পারভিন।

সংবাদ সম্মেলন সদস্যরা বলেন চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির কারণে, আমরা অতীষ্ঠ হয়ে উঠেছেন তারা। তার কবল থেকে ইউনিয়ন পরিষদকে মুক্ত করতে চাই’ বলে আহবান জানান তারা।

তবে জানতে চাইলে ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান ফারুক হোসাইন বলেন, সদস্যদের টাকা আত্মসাতের সুযোগ নেই। আগের চেয়ারম্যান দিতেন না, তিনি দেন। তাছাড়া সরকারি টাকা তারা নিয়ে থাকেন। এ ছাড়া কমিশন গ্রহণসহ অন্যান্য অভিযোগও সঠিক নয়।

(আরকে/এসপি/নভেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test