E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন হতে পারে না’

২০১৮ মার্চ ২৮ ১৮:৩৬:০৩
‘শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন হতে পারে না’

দিনাজপুর জেলা প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সুস্থ্য মানুষিকতাই মেধার বিকাশকে প্রসারিত করে উল্লেখ করে বলেছেন, শিক্ষার প্রসার ঘটাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন হতে পারে না। যে কোন অন্যায়, অত্যাচার নির্যাতন, সন্ত্রাস অশিক্ষিত সমাজেই ঘটে থাকে। শিক্ষার আলো বুকে ধারন করলে যে কোন মানুষ এসব অন্যায়, অত্যাচার, সন্ত্রাস ও মাদক থেকে দুরে থাকবে। 

তিনি প্রতিটি সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে শিক্ষাগুরু ও শিক্ষার কারিগর শিক্ষকদের আরও পরিশ্রমি হওয়ার আহবান জানান।

হুইপ বলেন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে পরিনত হয়েছে। উন্নয়ন শীল দেশের পরিনত হতে হলে মাথাপিছু আয় বৃদ্ধি, স্বাস্থ্য, খাদ্য ও শিক্ষা খাতে সাফল্য অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ৩টি শর্তই অর্জন করেছে। তাই জাতিসংঘ বাংলাদেশকে নিম্ন আয় থেকে নিম্ন মধ্য আয় অর্থাৎ উন্নয়ন শীল দেশের ক্যাটাগরিতে অন্তর্ভক্ত করার ঘোষনা দিয়েছেন। এই অর্জিত সাফল্য স্বাধীনতাকামী মানুষের স্বপ্নে ফসল। এ স্বপ্ন দেখেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তা বাস্তবায়ন করছে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৮ মার্চ বুধবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কলেজিয়েট গার্লস স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবু বক্কর সিদ্দিক, কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল ইসলাম প্রমুখ।

(এন/এসপি/মার্চ ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test