E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে তিন বছর আগে টাকা দিয়েও বিদ্যুৎ পায়নি ১৫টি পরিবার

২০১৯ জানুয়ারি ১৪ ১৬:০১:০৩
ঠাকুরগাঁওয়ে তিন বছর আগে টাকা দিয়েও বিদ্যুৎ পায়নি ১৫টি পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি : বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ি সরকারি খরচে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কার্যক্রমকে ব্যাহত করতে একটি চক্র অর্থের লোভে সাধারণ মানুষকে প্রতারিত করছে বলে অভিযোগ উঠেছে।

বিদ্যুৎ অফিসে মাত্র ৪'শত ৫০ টাকা মিটার প্রতি জামানত দিয়ে বিদ্যুতের নতুন সংযোগ মেলার কথা থাকলেও সেই অফিসের নাম ভাঙ্গিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর আমিন পাড়া এলাকায় তিন বছর আগে চাহিদা অনুযায়ী টাকা দিয়েও বিদ্যুতের নতুন সংযোগ পাননি ১৫ টি হিন্দু পরিবার। ফলে টাকা হারিয়ে এখন তারা অনিশ্চয়তায় পড়েছে।

অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুতের রায়পুর এলাকার সাবেক অঞ্চলিক পরিচালক রেজাউল করীম (রাজু মাস্টার) ও ওয়্যারিং ম্যান আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে।

ভুক্তভোগীরা হলেন- ওই এলাকার ভূবেন, বিরেশ, কলেন, দ্বিলীপ, মধুসুদন, পলাশ, অণু, বিপ্লব, ভাঙ্গা, নিপেন, আজাদ, বিশু, বচাই, মহেশ ও প্রেম লাল।

ভুক্তভোগী বিরেশ বলেন, ২০১৫ সালের অক্টোবর মাসে তখনকার পরিচালক রাজু মাস্টারের সাথে বিদ্যুতের নতুন সংযোগের জন্য ৭ হাজার টাকা করে প্রতি মিটারের জন্য চুক্তি হয়, সে সময় তাকে টাকা দেওয়ার পরে ২০১৮ সালের জুন মাসে নতুন পিলার বসিয়ে তার লাগানো হয়েছে। পরে আবার রাজু মাস্টার ওয়্যারিং ম্যান আব্দুল কুদ্দুসের সাথে যোগাযোগ করে দিলে বাল্বে আলো জ্বলানো পর্যন্ত কুদ্দুসের সাথে ২২'শত টাকার চুক্তি হয়। কুদ্দুস এর মধ্যে ওয়্যারিং করে দিলেও এখন পর্যন্ত পল্লী বিদ্যুৎ অফিসে মিটারের জন্য টাকা পরিশোধ করেনি।

ভুক্তভোগী কলেন বলেন, আজ হবে কাল হবে বলে বলে সময় পার করছে কিন্তু কাজের কাজ হচ্ছে না। রাজু মাস্টার বলেছিল গত দূর্গা পূজার আগে নতুন সংযোগ লাগানো হবে কিন্তু আজও হয়নি। বিদ্যুতের আলো না থাকায় ছেলে মেয়েরা ভাল ভাবে পড়া লেখা করতে পারে না। চাহিদা মত রাজু মাস্টার ও কুদ্দুসকে টাকা দিয়েছি, কিন্তু আরো টাকা চাইছে তারা।তা না হলে বিদ্যুৎ দিবে না। আগে বলছিল হবে হচ্ছে এখন আর ফোন রিসিভ করে না। সংখ্যালঘু বলে জোড় করতে পারছি না, সেজন্য কাজও হয়না।

এদিকে ওয়্যারিং ম্যান আব্দুল কুদ্দুস বলেন, ২২'শত টাকা নিয়ে ১৫'শত টাকার মালামাল দিয়ে ওয়্যারিং করে দিয়েছি। এলাকা পরিচালক রাজু মাস্টার বিদ্যুতের নতুন লাইন নির্মাণ করলেও এখনও ট্রান্সফার্মা না লাগানোর কারণে অফিসে টাকা জমা দিতে পারছি না। আমি যে পরিমান টাকা নিয়েছি কাজ শেষ করতে তা লোকশান হবে।

রায়পুর এলাকার সাবেক অঞ্চলিক পরিচালক রেজাউল করীম (রাজু মাস্টার) এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে খুজে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তিনি ফোন রিসিভ করেননি।

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবু আশরাফ শাহ বলেন, সরকারের ঘোষণা অনুযায়ি সরকারি খরচে ফ্রিতে লাইন নির্মাণ করে শুধু মাত্র ৪'শত ৫০ টাকা মিটারের জামানত নিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। সাধারণ মানুষেরা দালালের মাধ্যমে প্রতারিত হতে পারে। ওই এলাকায় ৩ বছরেও কেন বিদ্যুতের নতুন সংযোগ হয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এসপি/জানুয়ারি ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test