E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে চিকিৎসকসহ ১২ জন করোনা আক্রান্ত

২০২০ জুন ১৩ ২৩:২৭:৪২
দিনাজপুরে চিকিৎসকসহ ১২ জন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে গত ২৪ ঘন্টায় এক চিকিৎসকসহ নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত ৩৯৯জন। 

গত ২৪ ঘন্টায় আড়াই'শ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মো. সোহেল রানা এবংং তার অফিস সহায়ক (ওই হাসপাতালের পিয়ন) মো. মোমিনুল ইসলামসহ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১২ জন বলে জানিয়েছেন, দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা মো. আব্দুল কুদ্দুস।

রিপোর্ট প্রাপ্তির পর তিনি আজ শনিবার রাত ৯ টায় জানান, আজ নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে দিনাজপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. মো. সোহেল রানা, তার অফিস সহায়ক মো. মোমিনুল ইসলামসহ সদরে ৪ জন,পার্বপুর উপজেলায় ৩ জন,বিরল উপজেলায় ২ জন, বীরগঞ্জ উপজেলায় একজন,বোচাগঞ্জ উপজেলায় একজন এবং চিরিরবন্দর উপজেলায় একজন রয়েছে।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ৩৯৯ জন। আর মৃত্যু হয়েছে ৭ জনের।

(এস/এসপি/জুন ১৩, ২০২০)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test