E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নোয়াখালী নারী নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন-সমাবেশ

২০২০ অক্টোবর ০৭ ১৮:৪৫:৪১
নোয়াখালী নারী নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন-সমাবেশ

নোয়াখালী প্রতনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমুলক শান্তির দাবীতে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ করেছে আইনজীবীরা। 

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ধর্ষণ, নিপিড়ন বিরোধী আইনজীবী মঞ্চের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, নারীকে মানুষ হিসেবে নয়, দেখা হচ্ছে নারী হিসেবে। যার কারণে বার বার সমাজে নারীরা নির্যাতিত হয়ে আসছে। একই সঙ্গে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার আসামীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ার কারণেও এমন নেক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। বেগমগঞ্জের ঘটনাসহ ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে জেলার আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিতার পক্ষে সর্বাত্মক সহায়তা দেয়া হবে।

এছাড়া সাড়ে ১১টার দিকে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনিস্টিটিউ ও সো-টিম নামে একটি সংগঠন নোয়াখালী প্রেসক্লাবের সামনে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে।

(এস/এসপি/অক্টোবর ০৭, ২০২০)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test