E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভোগান্তির আরেক নাম মুদাফফরগঞ্জ বাজারের যানজট  

২০২১ মার্চ ২৯ ১৫:২৪:০৮
ভোগান্তির আরেক নাম মুদাফফরগঞ্জ বাজারের যানজট  

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর ও কুমিল্লা জেলার সেতুবন্ধন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক। শুধু তাই নয়, চাঁদপুর হতে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতের একমাত্র আঞ্চলিক মহাসড়ক এটি। সড়কটি যানবাহনের চাপে ব্যস্ত হয়ে পড়েছে। চাঁদপুর হতে কুমিল্লা যাতায়াতের মাঝে প্রায় সব ক’টি বাজার এলাকায় প্রতিনিয়ত যানজটের কবলে পড়তে হচ্ছে যাত্রীদের। এর মাঝে চাঁদপুর জেলাবাসীর দুর্ভোগে অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মুদাফফরগঞ্জ বাজার।

চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলাবাসী এই সড়ক দিয়েই যাতায়াত করে থাকেন। বিশেষ করে সরকারি কাজে নিয়োজিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ প্রতিদিন কুমিল্লা যাতায়াত করে থাকে। তাছাড়া স্বাস্থ্য সেবার দিক দিয়ে কুমিল্লা জেলা এগিয়ে থাকায় চাঁদপুরসহ বিভিন্ন উপজেলা সদরের ডাক্তারগণ উন্নত চিকিৎসার জন্যে রোগীদের কুমিল্লায় প্রেরণ করে থাকেন। শুধুমাত্র চাঁদপুর থেকে কুমিল্লায় প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকে।

এছাড়া সাধারণ জনগণের কুমিল্লাসহ ঢাকা ও চট্টগ্রামের বাসযোগে যাতায়াতের একমাত্র পথ এটি। এই সড়কে চাঁদপুর হতে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ ক’টি বাস সার্ভিস প্রতিদিন নিয়মিত যাতায়াত করে আসছে। অনেকেই রয়েছেন, যারা চাঁদপুর হতে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে প্রয়োজনীয় কাজ সেরে আবার এলাকায় ফিরে আসেন।

অনেকেই রয়েছেন সকালে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে আবার বাড়ি ফিরে আসেন। সরকারি কিছু কর্তাব্যক্তি কুমিল্লা থেকে এসে চাঁদপুরের বিভিন্ন স্থানে অফিস করে থাকেন। এছাড়া রাজনীতিক, সামাজিক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ ছেলেমেয়েদের লেখাপড়ার প্রয়োজনে বাসা নিয়ে কুমিল্লায় বসবাস করে থাকেন। তাই তারা প্রতিদিন যাতায়াত করতে হয়। এভাবে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের নিকট এখন দুর্ভোগের অপর নাম লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ।

মুদাফ্ফরগঞ্জ বাজারে প্রতিদিন যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। যানজটে পড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় যানবাহনে। অনেকের মতে ঢাকার বিভিন্ন এলাকার যানজটকেও হার মানিয়েছে মুদাফ্ফরগঞ্জ বাজার। এই বাজারে কোনো নিয়ম শৃঙ্খলা না থাকায় চাঁদপুরবাসীকে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। মুদাফ্ফরগঞ্জ বাজারে গিয়ে যানজটের কবলে পড়ে বিভিন্ন অনিয়মের চিত্র চোখে পড়ে। রাস্তার দু’পাশে ফুটপাত না থাকায় এবং সড়ক ঘেঁষে দোকানপাট গড়ে উঠায় যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া সড়কের দু’পাশে কোনো প্রকার নিয়মনীতি না মেনে খেয়াল খুশি মতো সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে থাকায় ও যাত্রী উঠানামা করায় যানজট সৃষ্টি হচ্ছে।

মুদাফ্ফরগঞ্জ বাজারটি অত্র অঞ্চলের প্রাণকেন্দ্র হওয়ায় এখানে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাই সড়কের পাশে মালামাল আমদানির প্রয়োজনে বড় বড় ট্রাক ও পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই সড়কের উপরে যানবাহনের দিক পরিবর্তন করতে দেখা যায়। যার ফলে বাজার ছাড়িয়ে প্রায় ৩ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়ে থাকে। এ বাজারের যানজটে অ্যাম্বুল্যান্স ও পুলিশের পিকআপ ভ্যান আটকা পড়ে থাকতে দেখা গেছে।

রিল্যাক্স পরিবহনের চালক আঃ আউয়াল জানান, মাঝে মাঝে কয়েক ঘন্টা আটকে থাকতে হয় এ বাজারে। তিনি আরো জানান, যেদিন সাপ্তাহিক বাজার থাকে সেই দিন যাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না। তবে এজন্যে সাধারণ যাত্রীগণ বাজার ব্যবস্থাপনা কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করছেন।

মুদাফ্ফরগঞ্জ বাজারের যানজটে পড়ে অনেক যাত্রীই ফেসবুকে তাদের ক্ষোভ ঝাড়তে দেখা গেছে। দুই জেলা ও তিন উপজেলার মিলনস্থল মুদাফ্ফরগঞ্জ বাজার। লাকসাম উপজেলা ও বরুড়া উপজেলার সীমান্তবর্তী হওয়ায় প্রশাসনের দৃষ্টি এখানে কম থাকে বলে অনেকেই জানান।

মুদাফ্ফরগঞ্জ বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কুমিল্লা ও চাঁদপুর জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভুগী যাত্রী সাধারণ।

(ইউ/এসপি/মার্চ ২৯, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test