E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘উন্নয়নের অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে সুশৃঙ্খল থাকতে হবে’

২০২১ মার্চ ২৯ ১৫:২৬:২০
‘উন্নয়নের অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে সুশৃঙ্খল থাকতে হবে’

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, এগিয়ে  যাওয়াকে সারাবিশ্ব আজ পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের জনগণ, কেননা এই জনগণের অধিকাংশ হচ্ছে যুব সমাজ।

আমাদের যুব সমাজের কর্মস্পৃহা রয়েছে, তারা খুব শক্তিশালী। তারা বেকার বসে থাকতে চায় না, তারা কাজ চায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুব সমাজকে কাজে লাগিয়ে আমরা আজ বিশ্বের মধ্যে উন্নয়নমূলক দেশ হিসেবে রোল মডেল সৃষ্টি করছি। আমাদের এই উন্নয়নের অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল থাকতে হবে। তাহলেই আমরা আমাদের উন্নয়নের যে স্বপ্ন সেটি বাস্তবায়ন করতে পারবো। তিনি আরো বলেন, আমাদের উন্নয়নের অগ্রযাত্রায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদেরকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, বৈশ্বিক গবেষণায় জানা গেছে, বিশ্বের ৬৬টি উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ হচ্ছে নবম। আজ আমাদের দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দেশে গৃহহীন কোনো মানুষ থাকতে পারবে না। এজন্যে তিনি মুজিববর্ষ উপলক্ষে ইতোমধ্যে ৭০ হাজার পরিবারের মধ্যে গৃহ বিতরণ করছেন, আরো ৫০ হাজার গৃহ বিতরণের প্রক্রিয়া চলছে। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল এবং ২৫টি হাইটেক পার্ক করা হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। বর্তমান সরকার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২ কোটি ৫৩ লাখ ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও উপবৃত্তি প্রদান করছে।

অঞ্জনা খান মজলিশ গতকাল ২৮ মার্চ বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এই অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত ৮জনকে ৫০ হাজার টাকা করে সরকারের সমাজসেবা বিভাগের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ জামানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, জেলা কৃষি বিভাগের পক্ষে উপ-পরিচালক মোঃ জালাল উদ্দীন ও প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষে প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন স্ব স্ব বিভাগের উন্নয়ন অগ্রযাত্রা বিষয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ব্র্যান্ডিং জেলা চাঁদপুরকে নিয়ে প্রকাশিত গ্রন্থ ‘ইলিশের বাড়ি চাঁদপুর’-এর চতুর্থ সংস্করণের সম্পাদনা পরিষদের সদস্য পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সাহিত্য একাডেমী চাঁদপুরের মহাপরিচালক, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ, বিশিষ্ট সাহিত্যিক ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া, তরুণ লেখক ও গল্পকার মুহম্মদ ফরিদ হাসান এবং ব্র্যান্ডিং বইয়ের গ্রাফিক্স ডিজাইনার উজ্জ্বল হোসাইনকে উপহার প্রদান করা হয়।

মেলার সমাপনী দিনে বিকেলে অনুষ্ঠিত হয় চাঁদপর সরকারি কলেজের দুটি দলের মধ্যে ডিজিটাল উন্নয়ন সংক্রান্ত সংসদীয় বির্তক। তরুণ সংগঠক ভিভিয়ান ঘোষের পরিচালনায় উক্ত বিতর্ক অনুষ্ঠানে স্পীকারের দায়িত্ব পালন করেন ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।

এছাড়াও স্কুল কলেজ ও উন্মুক্ত পর্যায়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা ৬টি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এগুলো হচ্ছে : ১ম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ২য় সমাজসেবা বিভাগের বুদ্ধি প্রতিবন্ধী বিভাগ, ৩য় জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, ৪র্থ চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল, ৫ম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ৬ষ্ঠ সমাজসেবা অধিদপ্তর। সবশেষে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(ইউ/এসপি/মার্চ ২৯, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test