E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চাঁদপুরে ৩৭ মণ জাটকা জব্দ, দুইজনের ১ বছর কারাদণ্ড

২০২১ এপ্রিল ০৩ ১৮:৩১:২১
চাঁদপুরে ৩৭ মণ জাটকা জব্দ, দুইজনের ১ বছর কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি : বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক শহরের পুরাণ বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১ হাজার ৫০০ কেজি (৩৭ মণ) জাটকা ও ০১টি পিকআপসহ ০২ জনকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লেঃ এম আসাদুজ্জামানের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চাঁদপুর বহরিয়া লক্ষীপুর থেকে ঢাকা যাত্রাবাড়ী গামী ০১টি পিকআপে তল্লাশি করে আনুমানিক ১ হাজার ৫০০ কেজি (৩৭ মণ) জাটকাসহ ০২ জনকে আটক করা হয়।

আটককৃত ২ ব্যক্তি হলো চাঁদপুর সদর থানার ব্রামন গাঁও গ্রামের মোঃ সেলিম মোল্লার ছেলে মোঃ ইয়াছিন মোল্লা (১৬) এবং নওগাঁ জেলার মহাদেবপুর থানার নারায়াণপুর গ্রামের মৃতঃ মোঃ হোসেন আলী মন্ডলের ছেলে মোঃ রফিকুল ইলসলাম (৩৫)। জব্দকৃত জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ এবং সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ উপস্থিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটককৃত প্রত্যেক ব্যক্তিকে ০১ বছর করে কারাদন্ড দেওয়া হয় এবং জব্দকৃত পিকআপ (ন-১৩-২৪৪৭) স্টেশান কমান্ডার চাঁদপুরের নিকট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংরক্ষণের নির্দেশ প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

(ইউ/এসপি/এপ্রিল ০৩, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test