E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেঘনা নদী থেকে ৩ জেলের মৃতদেহ উদ্ধার

২০২১ এপ্রিল ০৬ ২২:৫৪:০৩
মেঘনা নদী থেকে ৩ জেলের মৃতদেহ উদ্ধার

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর মেঘনা নদীতে ৪ এপ্রিল রোববার রাতে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া ৫ জেলের মধ্যে আরও ৩ জেলের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে গত দুই দিনে ৪ জেলের মৃতদেহ উদ্ধার করা হল।

নিহত জেলেরা হলেন মুনছুর বেপারী (৪০), আলমগীর হাওলাদার (৪৫), মোহাম্মদ আলী দেওয়ান (৪২) ও হানিফা মাল (৪৪)। এদের মধ্য প্রথম তিনজন হানারচর ইউনিয়নের হরিণা ও গোবিন্দিয়া গ্রাম আর অপর জনের বাড়ি ১২নং চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে। নিহত জেলেদের দাফন সম্পন্ন হয়েছে।

পুলিশ ও এলাকাসূত্রে জানা যায়, ৫ এপ্রিল সোমবার বিকেলে হাইমচর থানা ও নৌ পুলিশের সহযোগিতায় চাঁদপুর ফায়ার সার্ভিস সদস্যরা হাইমচর চরভৈরবী আমতলী এলাকায় থেকে সোমবার মুনসুর বেপারী নামে এক জেলের মরদেহ উদ্ধার করে। ৬ এপ্রিল দুপুরে সকালে মোহাম্মদ আলী ও আলমগীর নামে দুজনের এবং দুপুরে হানিফা মাল নামে অপর জেলের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

নিহত জেলেরা রোববার রাত পৌনে ৯টার সময় নদীতে মাছ ধরা অবস্থায় আচমকা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। তাদের নৌকা উল্টে নিখোঁজ হয়। এখন পর্যন্ত আরও জেলে নিখোঁজ রয়েছে বলে লোকজন বলাবলি করছে।

হানারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ ছাত্তার রাঢ়ী বলেন, নিহত জেলে আলমগীর উত্তর গোবিন্দয়া গ্রামের মৃত হাবু হাওলাদারের ছেলে, মোহাম্মদ আলী দেওয়ান বাড়ির আনু দেওয়ানের ছেলে এবং মুনসুর বেপারী লতিফ বেপারীর ছেলে। এছাড়া আরও দু’জন জেলে সদর উপজেলার অন্য এলাকার।

এদিকে সংবাদ পেয়ে দুপুরে নিহতদের বাড়িতে যান চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার। বাদ জোহর হরিণা চৌরাস্তা জামে মসজিদ প্রাঙ্গণে নিহত জেলেদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ বলেন, ঝড়ের কবলে পড়ে ৫ জন জেলে নিখোঁজ হয়। উদ্ধার হওয়া ৩ জনের মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক জেলে পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে। নিহত জেলেদের মধ্যে দুইজন জেলের মেয়ে রয়েছে। এর মধ্যে একজনের মেয়ে ৮-১০ বছর বয়স হবে। পরিবারগুলো চাইলে আমরা শিশু পরিবারে রেখে পড়ার ব্যবস্থা করতে পারবো।

একই দিনে এতগুলো জেলের প্রাণহানিতে হতভম্ব হয়ে পড়েছেন গ্রামের মানুষ। নিহত জেলেদের স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

হরিণা চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ বেলাল হোসেন জানান, জেলেদের জন্যে লাইফ জ্যাকেট দরকার ছিলো। মাছ ধরার সময় লাইফ জ্যাকেট থাকলে এতগুলো প্রাণ চলে যেত না। তিনি বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষণ করেন।

(ইউ/এসপি/এপ্রিল ০৬, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test