E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সুবর্ণচরে অসহায় মানুষের পাশে ‘সেই আমরা সেচ্ছাসেবী গ্রুপ’

২০২১ মে ১১ ২৩:০৬:২৯
সুবর্ণচরে অসহায় মানুষের পাশে ‘সেই আমরা সেচ্ছাসেবী গ্রুপ’

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : "আত্ম মানবতার সেবায় "সেই আমরা সেচ্ছাসেবী গ্রুপ"এই স্লোাগানকে সামনে রেখে গত বছরের ন্যায় এ বছরে ও গরীব, এতিম ও অসহায়ের সাথে ঈদের হাসি ভাগাভাগি করার লক্ষ্যে 'সেই আমরা সেচ্ছাসেবী গ্রুপ' ৪র্থ বছরে নতুন পোষাক ও ঈদ সামগ্রী বিতরণ করেছে।

লকডাউনের শুরু থেকে খাদ্য সামগ্রী, ইফতার ও নানা সহযোগিতা করে অসছে, বুধবার (১১ মে) বিকেল ৩ টায় সুবর্ণচর উপজেলার চর বৈশাখী গ্রামের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচী শেষ হয়।

এই পর্যন্ত প্রায় ৩০০ পরিবারের এতিম, দুঃস্থ, মাদ্রাসার ছাত্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। আরেজ খান নীল বলেন সেই আমরা সেচ্ছাসেবী গ্রুপ এর সদস্যবৃন্দ প্রতিটি প্রতিষ্ঠান ও বাড়ী বাড়ী ঘুরে অসহায়দের তালিকা সংগ্রহ করে প্রত্যেকে বাড়ী বাড়ী পৌছে দেয়।

যাদের উপস্থিতিতে এই প্রোগ্রাম সফল হয়েছে তারা হলেন-সেই আমরা সেচ্ছাসেবী গ্রুপের এডমিন প্যানেলঃ- আরেজ খান নীল, সম্রাট রায়,স্বপ্নীল মোঃওমর ফারুক, সহদেব রায় , শোকরান, এরশাদ, জহির, সাইফুল, ইব্রাহিম, আল আমিন, আপনান বাবু , প্রবল, শাকিব, মোবারক ও ফজলে রাব্বী হামদুসহ প্রমুখ।

সংগঠনটির এডমিন ফারুকের উপস্থাপনায় প্রোগ্রাম শুরু হয় গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন, প্রধান এডমিন আরেজ খান নীল বলেন, আমাদের লক্ষ্য সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করা। আমাদেরকে যারা দেশ-বিদেশ থেকে আর্থিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে সাহায্য করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুভাকাংখী ও প্রবাসীদেরকে ভবিষ্যতে পাশে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।

বিতরণ অনুষ্ঠান শেষে উক্ত প্রোগ্রামে সহযোগিতা কারী দেশ বিদেশের কর্মরত শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ ও তাদের জন্য দোয়া করা হয়।

এই সেচ্ছাসেবী সংগঠনের "সেই আমরা ব্লাড ফাউন্ডেশন" নামক একটি প্রজেক্ট রয়েছে। যে সকল মানুষ হাসপাতালে রক্তের অভাবে প্রাণহানীর আশংকায় থাকে তাদের পাশে গিয়ে এই সংগঠনের সদস্যরা দাঁড়ায় এবং সেচ্ছায় রক্তদান করে মানবতার কল্যাণে কাজ করে।

(এস/এসপি/মে ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test