E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রোজিনা ইসলামকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

২০২১ মে ১৯ ১৮:২২:২৬
রোজিনা ইসলামকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

এমডি অভি, নারায়ণগঞ্জ : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। এসময় মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা যুক্ত হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি ও রোজিনা ইসলামের মুক্তির দাবি জানান।

বুধবার (১৯ মে) বিকেল চারটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ।

মানববন্ধনে বক্তারা রোজিনা ইসলামকে হেনস্থা এবং গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বলেন, শুধুমাত্র সৎ সাংবাদিকতা করার কারনে রোজিনাকে চক্ষুশুল হতে হয়েছে। তার আলোচিত প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচিত হয়েছে। তারা এখন বেপরোয়া ভাবে রোজিনার উপর আক্রমন ও মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকতার কলম স্তব্ধ করে দিতে চায়। আমরা তার মুক্তি এবং হেনস্থাকারীদের শাস্তি দাবী করছি।

এ সময় বক্তব্য রাখেন মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক, দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক আরিফ আলম দিপু, সোজা সাপ্টার সম্পাদক আবু সাউদ মাসুদ, ড্যান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিউদ্দিন বিটু, এনটিভির জেলা প্রতিনিধি নাফিজ আশরাফ, ফটো সাংবাদিক নেতা মনিরুল ইসলাম সবুজ, বিটিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, সাব এডিটর্স কাউন্সিলের সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংবাদিক ইউনিয়নেরর সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ, সভাপতি আবদুস সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম প্রমুখ।

(এ/এসপি/মে ১৯, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test