E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ইজিবাইক থেকে স্ত্রীর ধাক্কায় কভার্ডভ্যানের চাকায় পিষ্ট স্বামী

২০২১ মে ৩১ ১৭:২১:২১
ইজিবাইক থেকে স্ত্রীর ধাক্কায় কভার্ডভ্যানের চাকায় পিষ্ট স্বামী

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে ফতুল্লায় ইজিবাইক থেকে পড়ে কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছে।

রবিবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে প্রেরন করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান।

ইজিবাইকের চালকের বরাতে পুলিশ জানান, শিবুমার্কেট থেকে ইজিবাইকে (ব্যাটারীচালিত অটোরিক্সা) উঠে স্বামী-স্ত্রী। চলতি পথে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিলো। এক সময় স্ত্রী তার স্বামীকে ধাক্কা দিয়ে ইজিবাইক থেকে ফেলে দেয়। এসময় দ্রুত গতির এক কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী মারা যায়। এঘটনার পর পরই স্ত্রী সেখান থেকে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ মর্গে পাঠিয়েছে। এখনো নিহত ব্যাক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে কভার্ডভ্যানটি আটক করা হয়েছে। ওই গাড়ির চালক এখনো পলাতক আছে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি, শিবুমার্কেট থেকে স্বামী স্ত্রী দুজন যাত্রী উঠে সাইনবোর্ডের দিকে রওনা হয়। পথে তাদের মধ্যে বাগবিতন্ডা হয় এবং একপর্যায়ে কড়ইতলা এলাকায় আসলে স্ত্রী তার স্বামীকে ধাক্কা দেয়, এসময় স্বামী পরে গিয়ে কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আমরা নিহত ব্যাক্তির পরিচয় শনাক্ত, সেই সাথে স্ত্রীকে আটক করার চেষ্টা অব্যহত আছে।

নারায়ণগঞ্জ ১শ’ শয্যা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসাদুজ্জামান জানান, রাতে হসপিটালে একটি সড়ক দুর্ঘটনার লাশ আসে। সকাল পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত হয়নি। তা ছাড়া আমরা এখনো পোস্টমর্টেমর জন্য পুলিশের অনুমতি পাইনি।

এদিকে, ঘটনাস্থালে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, লাশ উদ্ধার করে রাতেই মর্গে প্রেরন করেছি। আমরা নিহতের পরিচয় জানতে চেষ্টা করছি। তাকে আটক করা হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

(এ/এসপি/মে ৩১, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test