E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চিকিৎসক সেজে মাদক ব্যবসা, পিতা-পুত্র গ্রেফতার

২০২১ আগস্ট ০৯ ১৩:৩৪:২৪
চিকিৎসক সেজে মাদক ব্যবসা, পিতা-পুত্র গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় চিকিৎসক সেজে মাদক ও যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (৮ আগস্ট) পুঠিয়ার বানেশ্বর বাজারের একটি ফার্মেসি থেকে তাদের আটক করে র‌্যাব-৫ সদস্যরা।

গ্রেফতাররা হলেন, পুঠিয়ার বিড়ালদহ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. আ. রাকিব (৫০) ও তার ছেলে মো. ফজলে রাব্বী (২১)।

রাজশাহী মোল্লাপাড়া র‌্যাব ক্যাম্পের ক্রাইম প্রিভেনশান স্পেশালাইজড কোম্পানি কমান্ডার (সিপিএসসি) মেজর আশরাফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বানেশ্বর বাজার এলাকায় মো. আ. রাকিব ও তার ছেলে মমতা ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে এমবিবিএস ডাক্তার সেজে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসা করতেন। একই সঙ্গে ওই ফার্মেসিতে নানা ধরনের যৌন উত্তেজক ও মাদক জাতীয় ওষুধ রয়েছে বলেও অভিযোগ ছিল।

তিনি আরও জানান, অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬১ পিস মাদক জাতীয় ওষুধ, ৩৬৬ পিস যৌন উত্তেজক ক্যাপসুল, মেডিকেল কলেজের ভুয়া সার্টিফিকেট, ভুয়া তথ্য দিয়ে বানানো ভিজিটিং কার্ড, একটি মোবাইল ফোন, সিম, মেমোরিকার্ড এবং প্রেসক্রিপশন প্যাড জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে পুঠিয়া থানায় প্রতারণা ও জালিয়াতির মামলা হয়েছে বলেও জানান তিনি।

(ওএস/এএস/আগস্ট ০৯, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test