E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় চেয়ারম্যান পদে ১২৭ জনের মনোনয়নপত্র দাখিল

২০২১ অক্টোবর ১৮ ১৯:২৩:৫৪
নওগাঁয় চেয়ারম্যান পদে ১২৭ জনের মনোনয়নপত্র দাখিল

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর ও রানীনগর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১২৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪৫ জন এবং সাধারণ সদস্য পদের জন্য ৭২৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, নওগাঁ সদর উপজেলার ১২টি এবং রানীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ২০ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৯ জন, জাতীয় পার্টির ৭ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৮০ জন শেষ দিন পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করেন। নওগাঁ সদর উপজেলায় ইউনিয়ন ভিত্তিক মনোনয়নপত্র দাখিলের সংখ্যা, বর্ষাইল ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন, কীর্ত্তিপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন, বক্তারপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিল সদস্য পদে ১০ জন ও সাধারন সদস্য পদে ৩৬ জন, তিলকপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন, হাপানিয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন, দুবলহাটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন ও সাধারন সদস্য পদে ৪৩ জন, বোয়ালিয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারন সদস্য পদে ৩৮ জন, হাঁসাইগাড়ি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারন সদস্য পদে ৩৪ জন, চন্ডিপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারন সদস্য পদে ৪১ জন, বলিহার ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন, শিকারপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন এবং শৈলগাছি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারন সদস্য পদে ২৯ জন।

রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে বিভিন্ন পদে প্রার্থীদের সংখ্যা হচ্ছে রানীনগর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারন সদস্য পদে ৩৮ জন, কাশিমপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারন সদস্য পদে ৪০ জন, কালিগ্রাম ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারন সদস্য পদে ৪০ জন, একডালা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন, গোনা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারন সদস্য পদে ৩৭ জন, মিরাট ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন, পারইল ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন এবং বড়গাছা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে ও রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ২০টি ইউনিয়নের মধ্যে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এবং রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ইভিএমের মাধ্যমে আর বাকী ১৮টি ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

(বিএম/এএস/অক্টোবর ১৮, ২০২১)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test