E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নাটোরের বনপাড়ায় শেষ হলো একদিনের লালন স্মরণ উৎসব 

২০২২ মার্চ ২০ ১৬:০৫:৫২
নাটোরের বনপাড়ায় শেষ হলো একদিনের লালন স্মরণ উৎসব 

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে একদিনের লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় রূপরেখা লালন একাডেমি এই উৎসবের আয়োজন করে।

উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল্লাহ ইউসুফ।

সংগঠনের সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসবে লালন তাৎপর্যের উপর বিশেষ বক্তব্য রাখেন রূপরেখা লালন একাডেমির সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু। উৎসবে ২ ডজন শিল্পী লালনের বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনিমা রানী রায়।

(এডিকে/এসপি/মার্চ ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test