E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীর ভূয়া ডাক্তার মামুন আলফাডাঙ্গায় গ্রেফতার 

২০২২ এপ্রিল ০৭ ১৭:২২:৪৯
বোয়ালমারীর ভূয়া ডাক্তার মামুন আলফাডাঙ্গায় গ্রেফতার 

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মামুন-অর-রশিদ নামের এক ভূয়া চিকিৎসককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আলফাডাঙ্গার ভ্রাম্যমাণ আদালত।

গতকালবুধবার (৬ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক এ আদেশ দেন। এর আগে দুপুর দেড়টার দিকে উপজেলা পৌরসদরের শরীফ মেডিকেল হল অ্যান্ড ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দণ্ডপ্রাপ্ত মামুন-অর-রশিদ বোয়ালমারী উপজেলার দেউলি গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মামুন-অর-রশিদ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ ছাড়াই রোগীর ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ‘ডাক্তার’ লিখতেন। এভাবে সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণার অপরাধে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, শরীফ মেডিকেল হল অ্যান্ড ডেন্টাল কেয়ারের মালিক মামুন-অর-রশিদ ‘ডাক্তার’ পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। পাশাপাশি ডেন্টাল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে বাত-ব্যথার অবৈধ ওষুধ বিক্রি করতেন। প্রতারণার দায়ে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

(কেএফ/এসপি/এপ্রিল ০৭, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test