E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর হাইওয়ে পুলিশের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

২০২২ এপ্রিল ০৭ ১৮:২৫:৪১
ফরিদপুর হাইওয়ে পুলিশের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দিলীপ চন্দ, ফরিদপুর : সাংবাদিকদের সাথে ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপারের এক মত বিনিময় সভা আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে ফরিদপুরের হাইওয়ে পুলিশ  সুপারের কার্যালয় অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন হাইওয়ে পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল । তিনি দাবি করেন গত জানুয়ারি মাসে হাইওয়ে পুলিশ জরিমানা বাবদ আদায় করেছে ১ কোটি ২৬ লাখ ৭৯ হাজার টাকা। ফেব্রুয়ারি মাসে আদায় করেছে ৮৯ লক্ষ টাকা।

তিনি বলেন, সাধারণ মানুষ যাতে নিরাপদ এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য হাইওয়ে পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। হাইওয়ে পুলিশের কোন সদস্য যদি কোনরকম আইন বিরোধী কার্যক্রম করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, শহরে দুর্ঘটনায় বেশিরভাগ কারণই হচ্ছে থ্রি হুইলার এর ব্যবহার। আমরা এই ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। এক প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের জানান আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। তিনি তাদের সমস্ত কর্মকাণ্ড সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সহ সভাপতি সঞ্জীব দাস প্রমূখ। এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/এপ্রিল ০৭, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test