E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে পাথরঘাটায় মামলা

২০১৪ অক্টোবর ০২ ১৭:০২:৩৩
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে পাথরঘাটায় মামলা

বরগুনা প্রতিনিধি : পবিত্র হজ, মহানবী (স:), তাবলিগ জামাত, প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় এবং গণমাধ্যম ও সাংবাদিকদের বিষয়ে বিরূপ মন্তব্য করায় আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এ বার বরগুনার পাথরঘাটায় মামলা দায়ের করা হয়েছে। পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. কামরুল ইসলাম তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ মামলা দায়ের করা হয়।

বাদির আইনজীবি সামসুদ্দিন সানু ও পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এপিপি জাবির হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

বাদি চরদুয়ানী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. কামরুল ইসলাম জানান, পবিত্র হজ, মহানবী (স:), তাবলিগ জামাত, প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় এবং গণমাধ্যম ও সাংবাদিকদের বিষয়ে বিরূপ মন্তব্য করেন আবদুল লতিফ সিদ্দিকী। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং টাঙ্গাইল-১ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য হিসাবে নিউইয়ার্কে সেখানখার স্থানীয় সময় রোববার বিকেলে টাঙ্গাইল সমিতির সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ বিরূপ ও অশোভন মন্তব্য করেন। এ ঘটনায় পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মামলা দায়ের করা হয়েছে।

বাদির আইনজীবি সামসুদ্দিন সানু জানান, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন মোল্লাকে মামলার তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

(এমএইচ/এএস/অক্টোবর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test