E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে মাদক, বাল্যবিবাহ, গুজব, সাম্প্রদায়িকতা সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে মহিলা সমাবেশ

২০২২ আগস্ট ০৩ ১৫:২৯:৪৬
কাপ্তাইয়ে মাদক, বাল্যবিবাহ, গুজব, সাম্প্রদায়িকতা সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে মহিলা সমাবেশ

রিপন মারমা, কাপ্তাই : রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলা তথ্য অফিস কাপ্তাই  আয়োজনে বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা উচ্চ বিদ্যালয় হলরুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মাদক, বাল্যবিবাহ, গুজব, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (০৩ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠানে কাপ্তাই তথ্য অফিসের গোষক অনিল কুমার আসাম এর সঞ্চালনায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদে চেয়ারম্যান মফিজুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার জনাব মোঃ হারুন,কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নাদির আহম্মেদ, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃহুমায়ুন কবির,উপজেলা তথ্য আপা তাহমিনা সুলতানা,উপজেলা বীর মুক্তিযুদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন।

সমাবেশে বক্তাগন বলেন,সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোডশেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামর্থ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। গুজব, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তাগণ আরোও বলেন, বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। কাপ্তাইয়ের বাল্য বিবাহ মুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। এছাড়াও গুজব ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সচেতন থাকার জন্য অনুরোধ করা হয়।

(আরএম/এএস/আগস্ট ০৩, ২০২২)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test