E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় রাতের আধাঁরে চলছে ইলিশ শিকার

২০১৪ অক্টোবর ০৯ ১৬:৫৬:১৬
বরগুনায় রাতের আধাঁরে চলছে ইলিশ শিকার

বরগুনা প্রতিনিধি : ৫ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ শিকার সরকারিভাবে বন্ধ ঘোষণা করেছেন সরকার। সরকারের এই নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনায় প্রজনন মৌসুমে রাতের আধাঁরে চলছে নির্বিচারে ডিমওয়ালা ইলিশ শিকার। জেলার বুড়িশ্বর, বিষখালী এবং বলেশ্বর নদীতে প্রতিদিন গভীর রাতে অবৈধভাবে অসাধু জেলেরা ইলিশ শিকার করছেন। তারা এসব মাছ নদী থেকে ধরে এনে প্রত্যন্ত এলাকার বিভিন্ন পয়েন্টে বিক্রি করছেন।

সদর উপজেলার ছনবুনিয়া, পালের বালিয়াতলী, লতাকাটা, সোনাতলা, পাথরঘাটা উপজেলার হরিণঘাটা, জিনতলা, পদ্মা, চরদুয়ানী, আমতলী উপজেলার আড়পাঙ্গাসিয়া, পঞ্চকোড়ালিয়া এবং তালতলী উপজেলার ফকিরহাট, জয়ালভাঙ্গা ও নলবুনিয়া এলাকার নদী তীরে এসব মাছ বিক্রি হচ্ছে বলে জানাগেছে।
প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার প্রথম দিন রাতে নদীতে ভ্রাম্যমাণ আদালতের টহল থাকলেও পরে আর কোনো তৎপরতার তেমন চোখে পড়েনি।
বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী গ্রামের জাহাঙ্গীর হোসেন জানান, প্রত্যেক রাতেই ওইসব এলাকায় ইলিশ বিক্রি হচ্ছে। বরগুনার প্রভাবশালী ব্যক্তিরা স্পটে গিয়ে এসব ইলিশ কিনে আনছেন বলে তিনি অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এসব এলাকার অনেকেই অভিযোগ করে বলেন, প্রশাসনকে ম্যানেজ করেই অবাধে ইলিশ শিকার করছেন জেলেরা। অসাধু জেলেরা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের বাসায় গোপনে ইলিশ পাঠিয়ে তাদের ম্যানেজ করে নদীতে মাছ শিকার করছেন।

এ প্রসঙ্গে বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, প্রতিদিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্য ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। তবে টহল আরও জোরদার করতে হবে বলে তিনি মনে করেন।

(এমএইচ/এটিআর/অক্টোবর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test