E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শৈলকুপায় এক কেন্দ্রে ১৫ মিনিট পর প্রশ্নপত্র বিতরণ, ২ শিক্ষককে অব্যাহতি 

২০২২ সেপ্টেম্বর ১৫ ১৮:১৫:১৮
শৈলকুপায় এক কেন্দ্রে ১৫ মিনিট পর প্রশ্নপত্র বিতরণ, ২ শিক্ষককে অব্যাহতি 

শেখ ইমন, শৈলকুপা : এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের ১টি কক্ষে প্রায় ১৫ মিনিট পর প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ২ কেন্দ্র পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপায়।

জানা যায়, বৃহস্পতিবার থেকে দেশব্যাপি শুরু হওয়া বাংলা ১ম পত্র পরীক্ষায় শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০৪ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের মাঝে সৃজনশীল প্রশ্নপত্র প্রায় ১৫ মিনিট পর দেওয়া হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এমন ঘটনায় অধিকাংশ পরীক্ষার্থীরাই সম্পূণ উত্তর লিখতে পারেননি। পরীক্ষা শেষে হল থেকে এ বিষয়ে অভিভাবকদের জানালে তারা তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিনকে জানান। পরে তিনি ঘটনাস্থলে পৌছে পরীক্ষার কক্ষ পরিদর্শক আমিরুল ইসলাম ও রফিকুল ইসলাম দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

পরিক্ষার্থী মুসলিমা হাসান, আইরিন আক্তার, মনিরা খাতুন, মেঘা সাহা সহ অন্যান্য পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা শুরুর ২০ মিনিট শর্ট প্রশ্ন বা এমসিকিউ এর জন্য বরাদ্দ ছিল। এরপর সৃজনশীল পরীক্ষার সময় শুরু হওয়ার প্রায় ২০ মিনিট পর প্রশ্নপত্র বিতরণ করেন কক্ষ পরিদর্শক আমিরুল ইসলাম ও রফিকুল ইসলাম। পরে পরীক্ষা শেষে ৫ মিনিট অতিরিক্ত সময় দিয়েই পরীক্ষার্থীদের কাছ থেকে উত্তরপত্র কেড়ে নেওয়া হয়। তারা অনুরোধ করলেও তাদের অনুরোধ কর্ণপাত করা হয়নি।

শৈলকুপা গার্লস স্কুলের প্রধান শিক্ষক ফজলুর রহমান জানান, এমন ঘটনায় অধিকাংশ শিক্ষার্থী সব প্রশ্নের উত্তর দিতে পারেনি।

এ ব্যপারে পরিক্ষা কেন্দের সচিব ও বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্চু বলেন, ৫ থেকে ৭ মিনিট পর প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে বলে কেন্দ্র পরিদর্শকরা জানিয়েছে। পরীক্ষা শেষে অতিরিক্ত ৫ মিনিট দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি বনি আমিন জানান, খবর পেয়ে আমি দ্রুত পরীক্ষা কেন্দ্রে যাই এবং ঘটনার সত্যতা পেয়ে দায়িত্বরত ২ শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করি। সেইসাথে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত সকল শিক্ষককে সতর্ক করি।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test