E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২২ ডিসেম্বর নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের নির্বাচন

২০১৪ অক্টোবর ১৩ ১৮:৪২:০৬
২২ ডিসেম্বর নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের নির্বাচন

নাটোর প্রতিনিধি : আগামী ২২ ডিসেম্বর নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১১ অক্টোবর কার্যনির্বাহী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে ২০১৫-১৬ সালের দ্বি-বার্ষিক সাধরণ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ও তিন সদস্য বিশিষ্ট আপীল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল রবিবার জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি এসএম মকসেদ আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২২ ডিসেম্বর নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে মঞ্জুরুল হককে প্রধান নির্বাচন কমিশনার ও হাজী লুৎফর রহমান লাল্টু এবং আব্দুল করিম নেওয়াজকে সহকারী নির্বাচন কমিশনার করে তিন সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশন গঠন করা হয়। অপরদিকে নুরুল ইসলাম নুরু, সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম ও এসএম আজগর হোসেনকে নিয়ে আপীল বোর্ড গঠন করা হয়েছে।

নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি এসএম মকসেদ আলী জানান, চামড়া ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সকলের সম্মতি ক্রমেই আগামী ২২ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য্য করে নির্বাচন কমিশন ও আপীল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত মোতাবেক তপশীল ঘোষণাসহ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হবে।

(এমআর/এএস/অক্টোবর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test